অনুবাদঃ তানভীর হেদায়েত
<৬, ৫৮, ৬৮৩>
শিরনামঃ বিশ্ববিদ্যালয়য়ের অধ্যাপকগণ গ্রেফতার ও চাকুরিচ্যুত
সংবাদপত্রঃ বাংলাদেশ নিউজ লেটার, শিকাগো, নম্বর ১১
তারিখঃ- ২৫ শে অক্টোবর, ১৯৭১
.
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেফতার, বরখাস্ত
দুষ্কৃতকারী ইয়াহিয়ার “সাধারণ ক্ষমা” ছলনার আসল রুপ অভ্রান্তকরভাবে এর সকল আনুষঙ্গিক বৈশিষ্ট নিয়েই উদ্ভূত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্যদের উপর তথাকথিত ছাঁটাই প্রক্রিয়া চালানো হয়। প্রাথমিক ছাঁটাইয়ের পর নিম্নে উল্লেখিত অনুষদ সদস্যদের গ্রেফতার করা হয় —
১. অধ্যাপক আহসানুল হক
ইংরেজি অনুষদ
সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
২. অধ্যাপক ক.ম. সাদউদ্দিন
সমাজ বিজ্ঞান অনুষদ
সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় সংঘ
৩. অধ্যাপক রফিকুল ইসলাম
বাংলা অনুষদ
৪. অধ্যাপক শহীদুল্লাহ
গণিত অনুষদ
৫. অধ্যাপক আবুল খায়ের
ইতিহাস অনুষদ
নিম্নে উল্লেখিত অনুষদ সদস্যদের বরখাস্ত করা হয় —
১. অধ্যাপক এ.বি.এম. হাবিবুল্লাহ
ইসলামিক ইতিহাস অনুষদ প্রধান
২. অধ্যাপক এনামুল হক
সম্মান ও উপাধিসহ অবসরপ্রাপ্ত
৩. অধ্যাপক এম. মনিরুজ্জামান
বাংলা অনুষদ
নিম্নে উল্লেখিত অনুষদ সদস্যদের সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেয়া হয় —
১. অধ্যাপক মুনীর চৌধুরী
বাংলা অনুষদ প্রধান
২. অধ্যাপক নীলিমা ইব্রাহিম
বাংলা অনুষদ
৩. অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
ইংরেজি অনুষদ