৭৭. ১৭ সেপ্টেম্বর সিদ্দিকী বাংলাদেশ মিশনের নেতৃত্ব করছেন

অনুবাদঃ তুষার শুভ্র

<৬, ৭৭, ৭১৯>

শিরোনামঃ সিদ্দিকী বাংলাদেশ মিশনের নেতৃত্ব করছেন

সংবাদপত্রঃ বাংলাদেশ, ভলিউম ১ নং ৩

তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ১৯৭১

.

চট্টগ্রাম থেকে নির্বাচিত ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে সম্প্রতি ওয়াশিংটন সফর করেছেন। মি. সিদ্দিকী লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রী নিয়ে ছিলেন। তাঁর আসার পর থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্বপক্ষে জনমত গঠন ও সহযোগিতার জন্য রাজনৈতিক ও কূটনৈতিক মহলে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেন। রাজনৈতিক নেতা ছাড়াও তিনি আমেরিকার সরকার ও জাতিসংঘের সদস্যদের সাথে বৈঠক করেন। একজন সক্রিয় কূটনৈতিক হিসেবে তিনি সম্প্রতি আমেরিকার ১২টির অধিক শহর ও কানাডা সফর করেন। বাংলাদেশ মিশনের প্রধান, তাঁর এই সফরের বিভিন্ন অংশে ছাত্র সম্মেলন ও সাংবাদিক সম্মেলনে অংশ নেন। যেসব শহরের খবরের কাগজের অফিস তিনি পরিদর্শন করেন, সেসব পত্রিকা তাঁর ছবিসহ বক্তৃতা প্রথম পৃষ্ঠার খবর হিসেবে প্রচার করে। জুলাই মাস পর্যন্ত বাংলাদেশে অবস্থান কালে তিনি বাংলাদেশে পশ্চিম পাকিস্তান আর্মির সন্ত্রাসবাদী কার্যকলাপের একজন প্রত্যক্ষদর্শী। তিনি বিভিন্ন শহরে পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, বাংলাদেশে অত্যাচার ও হত্যাকান্ডে আমেরিকান অস্ত্র ও অর্থের বিশাল ভূমিকা রয়েছে। তাই এই হত্যাকান্ড বন্ধকরা আমেরিকার বিশেষ কর্তব্য। ইয়াহিয়ার সরকারকে আমেরিকানরা যেন তাদের অস্ত্র ও অর্থের সাহায্য বন্ধ করে দেয় এজন্য জোর দাবী জানান।

ডেভিসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে একটি সম্মেলনে তিনি ছাত্রদের বলেন, ‘বাংলাদেশের জনগণই শুধু সিদ্ধান্ত নিতে পারে তারা কি চায় এবং ইতিমধ্যে স্বাধীন বাংলাদেশের পক্ষে রায় দিয়ে দিয়েছে’।

Scroll to Top