অভিযোগ খন্ডনের সুযোগ দেয়া হবেঃ সরকারী প্রেস নোট

৭.৪৭.১০৬ ১০৯

শিরোনামঃ ৪৭। অভিযোগ খণ্ডনের সুযোগ দেয়া হবেঃ সরকারী প্রেসনোট   

সূত্রঃ দৈনিক পাকিস্তান

তারিখঃ ৮ আগস্ট, ১৯৭১

 

অন্যান্যদের অভিযোগ খণ্ডনের সুযোগ দেয়া হবে:সরকারী প্রেসনোট- বেআইনী ঘোষিত আওয়ামী লীগের ৮৮ জন এম এন এ’র আসন থাকবে          

রাওয়ালপিন্ডি, ৭ই আগস্ট (এ পি পি)- বেআইনী ঘোষিত আওয়ামী লীগের ৮৮ জন জাতীয় পরিষদ সদস্যের আসন বহাল থাকবে এবং অন্যান্যদের তাঁদের বিরুদ্ধে আনিত অভিযোগ খণ্ডনের সুযোগ দেয়া হয়।আজ এখানে এক সরকারী প্রেসনোটে এ কথা ঘোষণা করা হয়।         

প্রেসনোটে বলা হয়ঃ এখানে উল্লেখযোগ্য ১৯৭১ সালের ২৮শে জুন তারিখে প্রেসিডেন্ট তাঁর বেতার ভাষণে বলেন যে, তিনি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, তবে যারা অপরাধমূলক কাজ করেছেন তারা ব্যতীত এ বিলুপ্ত পার্টির নির্বাচিত অপর এম এন ও এম পি এ-গন ব্যক্তিগতভাবে তাদের আসনে বহাল থাকবেন।সেই হেতু পাকিস্তান সরকার আজ বিলুপ্ত আওয়ামী লীগের যেসব নির্বাচিত এম এন এ জাতীয় পরিষদের নবনির্বাচিত সদস্য হিসেবে তাদের আসনে বহাল থাকবেন তাদের তালিকা ঘোষণা করেছেন।বিলুপ্ত আওয়ামী লীগের অপর সকল এম এন এ যাদের নাম এই তালিকায় উল্লেখিত হয় নি, তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহনের পূর্বে তাদেরকে দণ্ডনীয় অপরাধমূলক কাজ সংক্রান্ত তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ নিজেদের খণ্ডনের সুযোগ প্রদান করা হবে। নবনির্বাচিত এম পি দের ব্যাপারে পরে ঘোষণা করা হবে।         

বিলুপ্ত আওয়ামী লীগ দলের নিম্নলিখিত নবনির্বাচিত এম এন এ গণ তাদের আসনে বহাল থাকবেনঃ

১। এন ই ১ রংপুর-১ জনাব মজাহার হোসেন।

২। এন ই ৩ রংপুর-৩ জনাব সাদাকাত হোসেন।

৩। এন ই ৪ রংপুর-৪ জনাব মোঃ লুৎফুর রহমান।

৪। এন ই ৫ রংপুর-৫ শাহ আবদুল হামিদ।

৫। এন ই ৬ রংপুর-৬ ডঃ মোঃ আবু সোলেমান মণ্ডল।

৬। এন ই ৭ রংপুর-৭ জনাব মোঃ আজিজুর রহমান।

৭। এন ই ৮ রংপুর-৮ জনাব মোঃ নুরুল হক।

৮। এন ই ১২ রংপুর-১২ জনাব আফসার আলী আহমদ।

৯। এন ই ১৮ দিনাজপুর-৬ ডাঃ মোঃ ওয়াকিল উদ্দিন মণ্ডল ।

১০। এন ই ২১ বগুড়া-৩ জনাব আকবর আলী খান চৌধুরী।

১১। এন ই ২২ বগুড়া-৪ জনাব মোঃ হাবিবুর রহমান।

১২। এন ই ২৩ বগুড়া-৫ ডাঃ মোঃ জাহিদুর রহমান।

১৩। এন ই ২৫ পাবনা-২ মাওলানা এ, রশিদ তর্কবাগিশ।

১৪। এন ই ২৭ পাবনা-৪ জনাব সৈয়দ হোসেন মনসুর।

১৫। এন ই ২৯ পাবনা-৬ জনাব মোঃ আমজাদ হোসেন।

১৬। এন ই ৩১ রাজশাহী-২ জনাব আজিজুর রহমান।

১৭। এন ই ৩৪ রাজশাহী-৫ আলহাজ রাইসুদ্দিন আহমদ।

১৮। এন ই ৩৭ রাজশাহী-৮ জনাব মোঃ নজমুল হক সরকার।

১৯। এন ই ৩৮ রাজশাহী-৯ ডাঃ মোঃ শেখ মোবারক হোসেন।

২০। এন ই ৫০ যশোর-৩ জনাব এম মশিহুর রহমান।

২১। এন ই ৫০ খুলনা-১ জনাব এম, এ খায়ের বি, এ ।

২২। এন ই ৫২ খুলনা-৩ জনাব লুৎফুর রহমান।

২৩। এন ই ৫৫ খুলনা-৬ জনাব সালাদউদ্দিন ইউসুফ ।

২৪। এন ই ৫৬ খুলনা-৭ জনাব মোঃ আবদুল গফফার।

২৫। এন ই ৫৭ খুলনা-৮ সৈয়দ কামার বখত ।

২৬। এন ই ৫৯ বাকেরগঞ্জ-২ জনাব সালেহ উদ্দিন আহমদ ।

২৭। এন ই ৬১ বাকেরগঞ্জ-৪ জনাব মোঃ আব্দুল বারেক।

২৮। এন ই ৬৪ বাকেরগঞ্জ-৭ ডাঃ আজহার উদ্দিন আহমদ।

২৯। এন ই ৬৫ বাকেরগঞ্জ-৮ জনাব এ কে ফয়জুল হক।

৩০। এন ই ৬৭ বাকেরগঞ্জ কাম পটুয়াখালী- জনাব এম সামসুল হক।

৩১। এন ই ৬৮ পটুয়াখালী-১ জনাব গোলাম আহাদ চৌধুরি।

৩২। এন ই ৬৯ পটুয়াখালী-২ আলহাজ আবদুল তালুকদার।

৩৩। এন ই ৭০ পটুয়াখালী-৩ জনাব আসমত আলী সিকদার।

৩৪। এন ই ৭২ টাঙ্গাইল-২ জনাব এম শওকত আলী খান।

৩৫। এন ই ৭৪ টাঙ্গাইল-৪ জনাব হাতেম আলী তালুকদার।

৩৬। এন ই ৭৬ ময়মনসিংহ-১ মোঃ এ, সামাদ।

৩৭। এন ই ৭৭ ময়মনসিংহ-২ জনাব করিমুজ্জামান তালুকদার।

৩৮। এন ই ৭৯ ময়মনসিংহ-৪ মোঃ আনিসুর রহমান।

৩৯। এন ই ৮০ ময়মনসিংহ-৫ আবদুল হাকিম সরকার।

৪০। এন ই ৮১ ময়মনসিংহ-৬ মশারফ হোসেন আকন্দ।

৪১। এন ই ৮২ ময়মনসিংহ-৭ জনাব ইব্রাহিম।

৪২। এন ই ৮৪ ময়মনসিংহ-৯ সৈয়দ আব্দুস সুলতান।

৪৩। এন ই ৮৬ময়মনসিংহ-১১ মোঃ সামসুল হুদা।

৪৪। এন ই ৮৭ ময়মনসিংহ-১২ জনাব সাদিরুদ্দিন।

৪৫। এন ই ৮৯ ময়মনসিংহ-১৪ জনাব জাবেদ আলি।

৪৬। এন ই ৯০ ময়মনসিংহ-১৫ জনাব আসাদুজ্জামান।

৪৭।এন ই ৯৪ ফরিদপুর-১ এ বি এম নুরুল ইসলাম ।

৪৮।এন ই ৯৫ ফরিদপুর-২ সৈয়দ কামরুল ইসরাম মোঃ সালেহউদ্দিন ।

৪৯।এন ই ৯৮ ফরিদপুর-৫ জনাব মোঃ আবুল খায়ের ।

৫০।এন ই ১০০ ফরিদপুর-৭ মাওলানা আদেলুদ্দিন আহমদ।

৫১।এন ই ১০১ ফরিদপুর-৮ জনাব আমজাদ হোসেন খান।

৫২।এন ই ১০২ ফরিদপুর-৯ জনাব আবিদুর রেজা খান।

৫৩।এন ই ১০৩ ফরিদপুর-১০ ডাঃ এম এ কাসেম ।

৫৪।এন ই ১০৪ ঢাকা-১ জনাব মোঃ নুরুল ইসলাম।

৫৫।এন ই ১০৫ ঢাকা-২ জনাব মোসলেম উদ্দিন খান ।

৫৬।এন ই ১০৬ ঢাকা-৩ খন্দকার নুরুল ইসলাম ।

৫৭।এন ই ১০৯ ঢাকা-৬ জনাব আশরাফ আলী চৌধুরী ।

৫৮।এন ই ১১০ ঢাকা-৭ জনাব জহিরুদ্দিন ।

৫৯।এন ই ১১৪ ঢাকা-১১ জনাব আফতাব উদ্দিন ভুঁইয়া ।

৬০।এন ই ১১৬ ঢাকা-১৩ জনাব মোঃ শাহার আলী মিয়া ।

৬১।এন ই ১১৮ ঢাকা-১৪ জনাব কফিল উদ্দিন চৌধুরী ।

৬২।এন ই ১২৪ সিলেট-৫ জনাব আবদুল মুনতাকিম চৌধুরী ।

৬৩।এন ই ১২৬ সিলেট-৭ জনাব আবদুর রহিম ।

৬৪।এন ই ১২৮ সিলেট-৯ জনাব আবদুল খালেক এডভোকেট ।

৬৫।এন ই ১৩০ সিলেট-১১ ডি এম এইচ, ওবায়দুর রাজা চৌধুরী ।

৬৬।এন ই ১৩৩ কুমিল্লা-৩ দেওয়ান আবদুল আব্বাস ।

৬৭।এন ই ১৩৪ কুমিল্লা-৪ জনাব সিরাজুল হক ।

৬৮।এন ই ১৩৭ কুমিল্লা-৭ এ, এম, আহমদ খালেক।

৬৯।এন ই ১৩৯ কুমিল্লা-৯ হাজি আবুল হাশেম ।

৭০।এন ই ১৪০ কুমিল্লা-১০ জনাব মোঃ সুজাত আলী ।

৭১।এন ই ১৪১ কুমিল্লা-১১ জনাব আবদুল আওয়াল ।

৭২।এন ই ১৪২ কুমিল্লা-১২ হাফেজ হাবিবুর রহমান ।

৭৩।এন ই ১৪৫ নোয়াখালী-১ জনাব মোঃ ওবায়েদুল্লাহ মজুমদার ।

৭৪।এন ই ১৪৮ নোয়াখালী-৪ আবদুল মালেক উকিল ।

৭৫।এন ই ১৪৯ নোয়াখালী-৫ জনাব দেলওয়ার হোসেন ।

৭৬।এন ই ১৫২ নোয়াখালী-৮ জনাব মোঃ আবদুর রশিদ ।

৭৭।এন ই ১৫ চট্টগ্রাম-২ জনাব এম এ, মজিদ ।

৭৮।এন ই ১৫৬ চট্টগ্রাম-৪ সৈয়দ মোঃ ফজলুল হক বিএসসি ।

৭৯।এন ই ১৫৭ চট্টগ্রাম-৫ জনাব মোঃ খালেদ ।

৮০। এন ই ১৫৯ চট্টগ্রাম-৭ জনাব আতাউর রহমান খান।

৮১। এন ই ১৬০ চট্টগ্রাম-৮ জনাব আবু সালেহ।

৮২। এন ই ১৬১ চট্টগ্রাম-৯ জনাব নুর আহমদ।

৮৩। এন ই ১৬৪ ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলা ও টাঙ্গাইল জেলা -মিস রাফি আক্তার ডলি।

৮৪। এন ই ১৬৫ চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলা, পার্বত্য চট্টগ্রাম জেলা ও কুমিল্লা জেলার চাঁদপুর মহকুমা  -মিসেস সাজেদা চৌধুরী।

৮৫। এন ই ১৬৬ চাঁদপুর মহকুমা বাদে কুমিল্লা জেলা এবং চট্টগ্রামবিভাগের সিলেট জেলা  -প্রফেসর মিসেস মমতাজ বেগম।

৮৬। এন ই ১৬৭ কুষ্টিয়া জেলা এবং যশোর জেলার ঝিনাইদহ, মাগুরা মহকুমা বাদে খুলনা বিভাগ -মিসেস রাজিয়া বানু।

৮৭। এন ই ১৬৮ রাজশাহী বিভাগের রংপুর জেলা,দিনাজপুর জেলা ও বগুড়া জেলা  -মিসেস তসলিমা আবিদ।

৮৮। এন ই ১৬৯ রাজশাহী বিভাগের রাজশাহী জেলা এবং খুলনা বিভাগের কুষ্টিয়া জেলা ও যশোর জেলার ঝিনাইদহ ও মাগুরা মহকুমা  -মিসেস বদরুন্নেসা আহমদ।

Scroll to Top