“আমরা” গোষ্ঠীর সাথে প্রচার ব্যবস্থা জোরদার করা সম্পর্কে লিখিত বাংলাদেশ সরকারের চিঠি

<৪,১৮২,৩৬১>

অনুবাদকঃ মুশাররাত আলম মৌ

শিরোনাম সূত্র তারিখ
১৮২। “আমরা” গোষ্ঠীর সাথে প্রচার ব্যবস্থা জোরদার করা সম্পর্কে লিখিত বাংলাদেশ সরকারের চিঠি বাংলাদেশ সরকার ১ জুলাই, ১৯৭১

       তথ্য নং ১০/১০/৭১

তারিখ ১ জুলাই, ১৯৭১

       আমাদের প্রিয় “আমরা”

       আমরা তোমাদের “জয় বাংলা” এর একটি কপি পাঠিয়েছি যেভাবে এবং যখন এটি প্রকাশিত হয়েছিল। আমরা এখন বুঝতে পারছি যে ওগুলো তোমাদের কাছে পৌছয়নি। যাইহোক, আমরা এখানে নিম্নোক্তগুলো পাঠাচ্ছিঃ

ক।সাপ্তাহিক “জয় বাংলা”– জুন ৯, জুন ১৬, জুনে ২৫ সংখ্যা

খ। সাপ্তাহিক “দ্য পিপল”- জুন ১ সংখ্যা

       এই সাপ্তাহিক পত্রিকাগুলোর পরবর্তী সংখ্যাগুলো নিয়মিত তোমাদের কাছে পাঠানো হবে।

       ২। আমরা ইতোমধ্যে “দ্য জাকার্তা টাইমস” ও “ দি ইন্দোনেশিয়ান অবজার্ভার” এর সম্পাদকদের কাছে বাংলাদেশের স্বার্থকে সমর্থন করে সম্পাদকীয় ও প্রবন্ধ প্রকাশ করার জন্য  ধন্যবাদ সুচক পত্র প্রেরণ করেছি। আপনারা কি অনুগ্রহ করে অন্যান্য দৈনিক ও সাপ্তাহিক  যারা আমাদের স্বার্থকে সমর্থন করছে তাদের নাম ও ঠিকানা আমাদের জানাতে পারবেন?

       ৩। অনুগ্রহপুর্বক সাপ্তাহিক গুলোর রসিদ রেখে দিবেন।

              শুভেচ্ছা সহ

বিনীত

এম মাকসুদ আলী

সংবাদ সহদুত

প্রতি,

       “আমরা”

       জালান পেমাদাঙ্গান ১১/৬

       গুনাং সাহাদ আন্তজল

       দাপ্পান এ আই পি

       জাকার্তা-উতারা

       ইন্দোনেশিয়া

Scroll to Top