এ্যাকশন কমিটি কর্তৃক জাহাজ ক্রয়ের ব্যাপারে একটি বৃটিশ কোম্পানীর সাথে পত্র যোগাযোগ

<৪, ৪৯, ৯১-৯৩>

অনুবাদকঃ আফসানা আশা

শিরোনাম সূত্র তারিখ
৪৯। এ্যাকশন কমিটি কর্তৃক জাহাজ ক্রয়ের ব্যাপারে একটি বৃটিশ কোম্পানীর সাথে পত্র যোগাযোগ এ্যাকশন কমিটির দলিলপত্র ১০ ও ১২ আগস্ট, ১৯৭১

 

 

বেভিস মারক্স হাউজ।

বেভিস মারক্স,

লন্ডন. ই. সি. ৩।

হোরেস এস. করড্রান লিঃ

পরিচালবৃন্দঃ এইচ. এস. করড্রান, এইচ. এল. করড্রান 

জাহাজের দালালগণ                                                                          

টেলিফোনঃ ০১-২৮৩৩৯৭১/২

টেলিগ্রামসমূহঃ এনফিবিও. লন্ডন. ই. সি. ৩.

সংকেতসমূহঃ নিউ বব এবং স্কট’স

 

জনাব ভুঁইয়া

১১ গোরিং স্ট্রিট,

ই. সি. ৩.

                                              জনাব ভুঁইয়া এর সৌজন্যে

প্রিয় মহাশয়,

    আপনার গতকালের টেলিফোনে প্রেরিত তলবের জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার বিনীত বিবেচনার জন্য এটির সঙ্গে বর্তমানে সর্বাধিক ৭০০ টন ওজনলভ্য বন্দরে বন্দরে যাতায়াতকারী জাহাজসমুহের তালিকাটি ভেতরে রাখা হলো যেভাবে অনুরোধ করা হয়েছিলো।

  আমরা আপনার তদতিরিক্ত পরামর্শ অনুসরণ করব এবং ইতিমধ্যে এই জনযানগুলোর কোনোটিতে যদি আগ্রহ প্রকাশ করেন তবে তা শুনে আনন্দিত হব।

                                         আপনার বিশ্বস্ত

                                           হোরেস এস. করড্রান লিঃ

                                             এসডি/-

হোরেস এস. করড্রান লিঃ

স্ক্রু স্টিমার ওয়াইয়াইইউকে আই এবং ডিইউএলএর বিবরণ

 

 

সর্বাধিক ওজন ইঙ্ক. জ্বালানী মজুদকারী অংশ- প্রায়          ইঞ্জিন-বর্নণা-এম. ডব্লিউ. এম.

৭৪০ টন      

ভরা নকশা- ৩.৩২                                ডিজেল মোটর

জ্বালানী মজুদকারী অংশ-৯৪ /টন                        কোথায় স্থাপিত-এফট.

 

কখন,কোথায় তৈরি হয়েছে- ১৯৬৪/১৯৬৩,হল্যান্ড        তৈরিকারকের নাম-মোটোরেনরেক

তৈরিকারকের নাম- স্কিপ্স ভি/ডি ডি গ্রিত্তো             ম্যানহিম

                                          হর্স পাওয়ার-৭৫০ এইচপি ৩৫৫ আর.এম.পি.

মান- সর্বচ্চো এললয়েড’স ক্লাস                       সিলিন্ডারের ব্যাস- ৬:৩২০ মিমি.

সর্বশেষ নিরীক্ষা- ১৯৬৮ ও ১৯৬৯                   পিস্টনের ইন্ধন জোগান-৪৮০ মিমি.

                                           বায়লার………আয়তন……

                                           আয়ু…………………………………

নিবন্ধন টন-৪৫৫, মোট-২০৪ প্রকৃত                   গড় দ্রুতি ১১ নট

ঘন ধারণক্ষ্মতা-৫৬.১ গ্রেইন/৫৩.১১৭ বেল                 ক্ষয় প্রায় প্রতি ২৪ ঘন্টা

পানি নিয়ন্রণ ও ভারসাম্য ১৫৫ টন দ্বিগুন তলদেশে,        ৩ টন গ্যাসোলিন

প্রায় ১২ টন বিশুদ্ধ পানি                          উত্তাপক পৃষ্ঠ……………

                                           ঝাঁঝরি এস……………

                 উচ্চতা ৫৯.৭২ মি/৫৪.০০ মি          হাপড়ের সংখ্যা………

                                             কাজের চাপ……………

মাত্রা    প্রস্থ ৯.২০                         পাউন্ড প্রতি ইঞ্চি…………

           মাল রাখার অংশের গভীরতা ৩.৩২ মি.          ডাংকি বয়লার…………

           ঢালাই গভীরতা ৫.৪০

মাল রাখার অংশের সংখ্যা………জলরধোক বেষ্টনীর সংখ্যা

………                                                                                           ৪ শক্তিশালী কপিকলবিশেষ হাইব্রাউলিক

উচ্চতার অর্ধেক দরজাসমূহের আয়তন ও সংখ্যা             ভা্র-উত্তোলন যন্ত্র

১১.৫৭ x ৫.৪৮                                  ৪ এট ৩ টন

                                            বাষ্প চরকী………

ফেরিঘাট ব্যবস্থা খোলা আশ্রয়-পাটাতন                   বাষ্প চালনার যন্ত্র

                                             অবস্থান………

                                             মূল্য…………

পি…………বি……………এফ…………কিউ………।।

                    ——————-

 

হোরেস এস. করড্রান লিঃ                                        বেভিস মারক্স হাউজ.

পরিচালবৃন্দঃ এইচ. এস. করড্রান, এইচ. এল. করড্রান                          বেভিস মারক্স.

জাহাজের দালালগণ,                                            লন্ডন. ই. সি. ৩.

টেলিফোনঃ ০১-২৮৩৩৯৭১/২

টেলিগ্রামসমূহঃ এনফিবিও. লন্ডন. ই. সি. ৩.

সংকেতসমূহঃ নিউ বোই এবং স্কট’স

 

জনাব ভুঁইয়া                                                 ১২ আগস্ট,১৯৭১

১১ গোরিং স্ট্রিট,

ই. সি. ৩.

Scroll to Top