৭.১৮৪.৫২৮.
১৮৪। শিরোনামঃ গতিবিধি ও নিলাম সম্পর্কিত একটি সরকারী ঘোষণা
সূত্রঃ সরকারী দলিপত্রঃ জনসংযোগ বিভাগ দিনাজপুর
তারিখঃ ৪ সেপ্টেম্বর ১৯৭১
(১) সর্বসাধারণের অবগতির জন্য জানান যাইতেছে যে, যাহারা বাহির হইতে দিনাজপুর টাউনে আসিতেছেন তাহারা যেন জেলা শান্তি কমিটির নিকট তাহাদের আগমনের কথা রিপোর্ট করেন।
(২) আগামী ৯ই সেপ্টেম্বর সকাল ১০:৩০ মিনিটে নিম্নলিখিত জিনিসগুলো অস্ট্রেলেশিয়া ব্যাঙ্কের সম্মুখে অবস্থিত ১ নং রিলিফ গোডাউনের সম্মুখে প্রকাশ্য নিলাম বিক্রয় হইবে।
সুপারি, বার্নিশ ও রং, হাইড্রো-সালফাইড, চিনা পাউডার, প্যাকিং কাগজ, দড়ি, পাথর, নানা প্রকার জুতা, বস্তা, খালি বাক্স, ফ্যান, বেল্ট, ঝুড়ি, সাইকেলের মার্ডগার্ড, কড়াই, ২.৫সের ওজন করার পাথর, এক রল সি, আই, সিট্, পলিথিন পেপার, ড্রাম, তেলের কালী টিন, লেমন ক্রোম, তক্তা, উডেন প্লেস্ক।
(৩) পরিত্যক্ত বাড়ী-ঘর ইত্যাদি সম্পত্তি বিধবাদের নিকট হইতে দরখাস্ত চাওয়া যাইতেছে।
সবুজ রংয়ের দরখাস্তের ফরম আনজুমানে মোহাজেরিনের অফিস ও টাউন হলের নিকট অবস্থিত শান্তি কমিটির অফিস হইতে আগামীকল্য হইতে পাওয়া যাইবে। শান্তি কমিটি ও রিলিফ কমিটির মেম্বারগণকে এবং সমস্ত সমাজ কর্মীগণকে বিধবাদের উক্ত ফরম পূরণ করিতে সাহায্য করার জন্য অনুরোধ করা যাইতেছে। ফরম পূরণ করিয়া আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ডি, সি সাহেবের অফিসে দাখিল করিতে হইবে।
(৪) প্রত্যহ রাত ১১টা হইতে সকাল ৪টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকিবে।
আদেশক্রমে
এম, এল প্রশাসক
দিনাজপুর
৪.৯.৭১