জনৈক মুক্তিযোদ্ধার পত্র

শিরোনাম উৎস তারিখ
৭৩। মুক্তিযোদ্ধার পত্র ১১ নং সেক্টরের দলিলপত্র ১৯৭১

 

কম্পাইল্ড বাইঃ রানা আমজাদ

<১১, ৭৩, ৫৩৭>

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

কুদ্দুস নগর থানা দফতর

 

বিষয়-                                                                           তারিখ-     

 

শ্রদ্ধেয় স্যার,

 

সালাম নিবেন। আপনার নির্দেশক্রমে আমি কাজ চালিয়ে যাচ্ছি। ঘাটাইলের পশ্চিমাঞ্চলে রাষ্ট্রীয় সম্পত্তির ফসল সংগ্রহকারী ফসল সংগ্রহ করতে গেলে তাকে ফেরত দেন ঘাটাইলে যে মুক্তিবাহিনী রয়েছে তাদের পক্ষ থেকে। তারা কুদ্দুস নগর বেসামরিক দফতরের কাগজ পত্র দেখতে চেয়েছে। কুদ্দুস নগরে যে বেসামরিক দফতর আছে তা তারা স্বীকার করতে নারাজ। তাই অনুগ্রহ করে আমার এলাকা সম্বলিত একটা লিখিত দিবেন। এবং আমার এলাকায় প্রতি থানায় থানায় বেসামরিক কর্মকর্তা নিয়োগ করা প্রয়োজন। থানায় বেসামরিক কর্মকর্তা আমিই নিয়োগ করে দেবো, না আপনি করে দিবেন জানাইবেন।

 

স্যার আমাদের দফতরের যাতায়াতের এবং কাজের সুবিধার জন্য একখানা গাড়ীর প্রয়োজন। আশা করি আপনার করুণা হতে এ দফতর বঞ্চিত হবেনা। খোদা হাদেজ। জয় বাংলা।

 

 

আপনার স্নেহধন্য

আলীম

Scroll to Top