জনৈক মুক্তিযোদ্ধার সংকেতপূর্ন চিঠি

শিরোনাম উতস তারিখ
৫৬) জনৈক মুক্তিযোদ্ধার সংকেতপূর্ণ চিঠি ১১ নং সেক্টরের দলিলপত্র ১৭ নভেম্বর ১৯৭১

 

কম্পাইল্ড বাইঃ নীলাঞ্জনা অদিতি

<১১, ৫৬, ৫১৫>

 

 

ছোট ভাই,

 

স্নেহাশীষ নিও। থানা সেল গঠন করে সত্বর নাম পাঠাতে হবে। মামাদের নেয়ার ব্যপারে কোন সিদ্ধান্ত নেইনি। জিনিসপত্র পাঠানো যাবে কিন্তু সময়সাপেক্ষে। শীতের বস্ত্র কেনার জন্য জনপ্রতি ১০ টাকা করে পাঠালাম। জনসাধারনকে বুঝিয়ে অন্যান্য খরচের ব্যবস্থা করতে হবে। এটা তো তোমরা ভাল করেই বুঝতে পার। আপাততঃ ৫০ টাকা পাঠাইলাম। দলীয় বিশ্বাসঘাতকদের শাস্তির ব্যবস্থা করেছে কিনা জানিয়ো।

 

হযরত আলী রহিম আমাদের কাছে আছে। পরে যাবে। বাহককে ৫০ টাকা দিলাম। ব্যবসা সংক্রান্ত ব্যপারে যে নির্দেশ দেয়া হয়েছে তার ২৪ দিনের পরবর্তী ৭ দিনের কাজ আরম্ভ করবে এবং খবর জানাবে। নতুন সংকেত দিলাম। এগুলি ব্যবহার করেই চিঠি দিও।                                                                                                   

 

ইতি

                                                                                                                                                               বড় ভাই।

Scroll to Top