জাতীয় পতাকার যথেচ্ছ ও অসামঞ্জস্য ব্যবহার বন্ধ করার নির্দেশ

৭.১৭২.৪৯৩   

শিরোনামঃ ১৭১। জাতীয় পতাকার যথেচ্ছ ও অসামঞ্জস্য ব্যাবহার বন্ধ করার নির্দেশ

সূত্রঃ সরকারী দলিলপত্র জনসংযোগ বিভাগ, দিনাজপুর

তারিখঃ ১৯ আগষ্ট, ১৯৭১

.

গত ২৬শে মার্চ হইতে জাতীয় পতাকা ব্যক্তিগত বাড়িঘর, গাড়ি, রিক্সা, সাইকেল ইত্যাদিতে যথেচ্ছভাবে উড়ান হইতেছে। ঐ সমস্ত পতাকার বেশীর ভাগ বিবর্ণ, ছেঁড়া ও উপযুক্ত মানের নহে।

    মার্শাল ল অথরিটির নির্দেশে সর্বসাধারণকে জানান যাইতেছে যে তাহারা যেন নিজ নিজ বাড়িঘর দোকান গাড়ী, রিক্সা, সাইকেল ইত্যাদি হইতে অবিলম্বে জাতীয় পতাকা নামাইয়া ফেলেন।

    যে সমস্ত বিল্ডিং এর পতাকা উঠাইবার নির্দেশ আছে সেই সব বিল্ডিং এ যথারীতি পতাকা উড়িবে।

    এতদ্বারা জানান যাইতেছে যে আহামীকল্য ২০ই আগষ্ট সকাল ৯টায় এ, ডি, সি সাহেবের অফিসে নিম্নলিখিত মহল্লার পরিত্যক্ত দোকান ও বাড়ীঘরসমূহের বন্দোবস্ত দেওয়া হইবে। নির্ধারিত সময়ে দরখাস্ত কারীগণকে উপস্থিত থাকার জন্য বলা হইতেছে। প্রকাশ থাকে যে উক্ত মহল্লার জন্য আর কোন তারিখ দেওয়া হইবে না। বালু-বাড়ি, বড় বন্দর ঘাসিপড়া।

    আজ রাতে ১০-৩০মিঃ হইতে সকাল ৯টা পর্যন্ত কারফিউ জারি থাকিবে। উক্ত সময়ের মধ্যে কাহাকেও ঘরের বাহিরে কিংবা রাস্তায় পাওয়া গেলে গুলি করা হবে।

বাই অর্ডার

এম এল এডমিনিস্ট্রেটর

দিনাজপুর

১৯.০৮.৭১

Scroll to Top