ঢাকায় পাক আর্মি অপারেশনের কয়েকটি সাংকেতিক সংবাদ

৭.১৪০.৪৪৫ ৪৫৪

শিরোনাম সূত্র তারিখ
১৪০। ঢাকায় পাক আর্মি অপারেশনের কয়েকটি সাংকেতিক সংবাদ বাংলাদেশ আর্কাইভসের দলিলপত্র ২৬ মার্চ, ১৯৭১

 

 

২৬ শে মার্চ  ১৯৭১ সালের দুপুর ০২০০ ঘটিকা  থেকে সন্ধ্যা ০৬০০  ঘটিকা পর্যন্ত ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর অপারেশনের  রূদ্ধ বার্তার  প্রতিলিপির  উদ্ধৃতাংশ 

হ্যালো ৯৯,  আমার প্রস্তাব মতে ,  আপনি আমাদের সাথে যোগাযোগ করতে থাকুন অন্যথায়  ২৬ এবং অন্যদের কারণে একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে. ।  তাজা খবর বলতে কিছুই নেই এখনো সংরক্ষিত লাইন ( ১) সুরক্ষিত এবং বিশ্ববিদ্যালয় এলাকায় এখনও যুদ্ধ চলছে
আউট ।।

৭৭ থেকে – ৮৮ থেকে প্রাপ্ত সর্বশেষ বার্তা অনুযায়ী অবস্থার উন্নতি হয়েছে।   কিন্তু অনেকগুলো  ভবন থাকায় একটি একটি করে ধ্বংস করতে হয়েছে বলে তিনি জানিয়েছেন.  এখনও পর্যন্ত  কোন প্রাণহানী হয়নি।  তার বিরুদ্ধে অগ্নিসংযোগ করায়. তিনি সবরকম অস্ত্র   ব্যবহার করছেন . ওভার।

৭৭ কে – তাকে বলুন যে আশা করা যাচ্ছে যে তার অগ্রজরা (২) শীঘ্রই এসে পৌঁছবে ।) আমি আশা করি   সেই ভবন ধ্বংসের  কাজে তাদের ব্যবহার করা যেতে পারে।  অপর পাশে  লিয়াকত ও ইকবাল ( ৩) এখন শান্ত ।  আমি কি সঠিক? ওভার । 

৭৭ থেকে- যদিও সমাপ্তির  রিপোর্ট আমার হাতে এসে পৌঁছেনি  কিন্তু  বোঝা যাচ্ছে যে তারা ঐ দুই জনের কাজে বেশ সন্তুষ্ট ।

কন্ট্রোল – তাহলে তো বেশ ভাল । এক  নম্বর  -এখন ছেলেরা রাস্তায়  ঘোষণা দিতে পারে।  দুই নম্বর- তারা বারবার কালো পতাকা নামিয়ে আনার আদেশ দিবে এবং  সেই সাথে  জানিয়ে দিবে  যে পতাকা সংযুক্ত কোন বাড়ির মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে । কোন কালো পতাকা থাকবে না  এবং শহরের কোথাও কালো পতাকা দেখা গেলে  বা তাদের নমিত না করলে  পরিণতি অতন্ত কঠিন হবে।  এই বিষয়টি প্রত্যেকের কাছে পরিষ্কার করতে হবে। এ পর্যন্ত  রজার।  ওভার

১।  . রিজার্ভ লাইন – পিলখানা ঢাকায় অবস্থিত পূর্ব পাকিস্তান রাইফেলসের সদর দপ্তর
২।  বড় ভাই-আর্টিলারি সহায়তা
৩। লিয়াকত এবং ইকবাল – ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস

.

.

৭৭ থেকে- রজার  ওভার

৭৭ কে-    দ্বিতীয়ত , রাস্তাঘাট অবরোধ  সম্পর্কে ঘোষণা করা হবে। রাস্তা অবরোধকারী যে কোন ব্যাক্তিকে তৎক্ষণাৎ গুলি করা হবে-১ নম্বর । দুই নম্বর-  কোনো এলাকার  জনগণ রাস্তা অবরুদ্ধ করে রাখলে  তাদের অভিযুক্ত  করে দায়ী করা হবে এবং বামে এবং ডানে – আমি আবারো বলছি বাম এবং ডান দিকের ঘরগুলোকে ভেঙ্গে ফেলা হবে. এই কথাগুলো  সকল মানুষকে স্পষ্ট করে বলে দিতে হবে ।   আজ রাত থেকে শুরু করে সারাদিন  সকাল এবং আগামীকাল সকাল. পর্যন্ত এই  আদেশ গুলো স্পিকার  এর মাধ্যমে ঘোষণা করা  হবে । ওভার

 

৪১ থেকে- রজার , ওভার

৪১ থেকে –একইভাবে যে কোন রাস্তা অবরুদ্ধ  করা হলে  তা হবে অপরাধমূলক ।

কাওকে এই অপরাধ করতে  দেখামাত্র গুলি করা হবে।  অবরোধের দুপাশে  ভবন মালিকদের

তাড়িত করা  হবে এবং তাদের ভবন  ভেঙ্গে  ফেলা হবে ।  . এটাও আপনার ভ্রাম্যমান টহল দ্বারা ঘোষণা করা উচিত. । ওভার

 ৮৮ কে – ইমাম (০৪)  থেকে –  বাংলাদেশের পতাকা বা কালো পতাকার সংক্রান্ত-

এই  পতাকা উত্তোলনকারী   ভবনের মালিকেদের ,  তাঁদের অপসারণ সম্পর্কে সতর্ক করা আবশ্যক , অন্যথায় তাদের  দোষী  সাব্যস্ত করা হবে.  । 

 

৮৮ কে-  যে কোন জায়গায়  সড়ক অবরোধ  ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য  হবে।  কাওকে এ অপরাধে  লিপ্ত হতে দর্শনমাত্র গুলি করে হত্যা করা হবে.। আপনার ভ্রাম্যমান টহল দ্বারা এই ঘোষণা করে দিতে হবে   যে দুপাশের  বাড়ি ও ভবন গুঁড়িয়ে দেওয়া হবে। 

 

৮৮ থেকে – Wilco আর কিছু? ওভার

৮৮ কে –   আপনার ইমাম কি আপনাকে জানিয়েছেন যে , প্রায় তিন থেকে চার ঘন্টা প্রয়োজন হবে  কাজ সম্পন্ন করার জন্য?  ওভার

৮৮  থেকে –    হ্যাঁ-প্রায় তিন থেকে চার ঘণ্টা  লাগবে পুঙ্খানুপুঙ্খভাবে  কাজ সম্পন্ন করতে

।  ওভার

 ৮৮     ইমাম আপনার আরও  কোনো সহায়তার প্রয়োজন হলে ইমাম ২৬ কে জানাবেন। Buxer ( ৫)   সংক্রান্ত  উপাদান তাদের  মুখ্য অবস্থান থেকে শুরু হয়েছে এবং আপনাকে অবিলম্বে  আপনার সামনের সকল প্রতিবন্ধকতা  ধ্বংস করতে সক্ষম হবে। ওভার

 

৪।  ইমাম -কমান্ডিং অফিসার.

৫। Buxer- ধ্বংস স্কোয়াড.

.

.

৮৮ থেকে       – আমার পক্ষ থেকে  আপাতত এটুকুই । অসংখ্য  ধন্যবাদ আপনাকে।   ওভার

৮৮ থেকে  -রজার ।    স্বাগতম ৪১। আপনার বার্তা প্রেরণ করুন। 

৪১ থেকে-  রেল লাইন এর পশ্চিমে পালাবার রাস্তা  সংক্রান্ত- আপনার এলাকায় আশা করি যে প্রয়োজনীয় ব্লক অবস্থানে এসেছে  যাতে  ক্যাম্পাসে ২৬ এবং ৮৮ এর  সম্মুখীন বাহিনীরা 

পশ্চিমাভিমুখে চলে না যায় ।   ওভার 

৪১ থেকে – আমরা খুব ব্যাপকভাবে এলাকায় টহল দিচ্ছি। . সজাগ দৃষ্টি চারদিকে । ওভার

৪১   কে-   রজার । আমি নিশ্চিত  ছিলাম যে আপনিই  নেতৃত্ব দেবেন ।

২৬  এর সৈন্যরা  সবকিছু  নিয়ন্ত্রণে রেখেছে ।    এটা   বেশ সন্তোষজনক।     আউট   ।

৯৯ থেকে – সর্বোচ্চ নিয়ন্ত্রক (৬)    জানতে চান এলাকায় জগন্নাথ, ইকবাল ও লিয়াকত এলাকায়     কি ধরনের বিরোধীতার মুখোমুখি  হয়েছেন। ওভার

৯৯  কে ৮৮ –   প্রাথমিকভাবে জগন্নাথ( ৭) ও ইকবাল হল  থেকে কিরকম গোলাগুলি হয়েছে ?

৮৮ কে ৯৯ – রজার, ওভার ।

৮৮ থেকে –  একবার আমরা রোমিও রোমিও  (৮) ব্যবহার করেছি ।   এর পরে আমরা গোলাগুলির শব্দ শুনতে না পেলেও, কয়েকজন কে জব্দ করতে পেরেছি।

৯৯  কে ৮৮ – এখন আমি লিয়াকতের এলাকায় যাচ্ছি কারণ তাদের. সেটটি বিকল হয়ে গেছে।   তাদের অগ্রগতি সম্পর্কে আমি অবহিত নই। আমি নিরীক্ষণ শেষে আপনাকে জানাবো । ওভার

৮৮ কে ৯৯-  যদি স্বয়ংক্রিয়  আগ্নেয়াস্ত্রের গুলি বা কোনো গ্রেনেড ইত্যাদি নিক্ষিপ্ত হয়  আমাদের অনুগ্রহ করে জানাবেন . । ওভার

৯৯ কে ৮৮- আমরা কোন স্বয়ংক্রিয় গুলি বা গ্রেনেডের আওয়াজ শুনিনি। ওভার ।

৯৯  কে ২৬ – মার্কহোর (৯) অপর প্রান্তে আছেন।    । আপনার বার্তা টি পাঠান  । ওভার ।

২৬ কে ৯৯ – কোন কোন উদ্দেশ্য সফল হয়েছে আমাদের দয়া করে জানাবেন। ওভার । 

৯৯ কে ২৬ –  দুই হাজার ( ০১  ) গ্রেফতার ।  ব, তারপর রমনার  পি এস বন্দী ।    রেডিও টেলিভিশন পুরোপুরি আমাদের অধীনে । প্রথম ধাপ সম্পন্ন । ওভার

৬।  সর্বোচ্চ নিয়ন্ত্রণ- লেফটেন্যান্ট জেনারেল. টিক্কা খান

৭। জগন্নাথ- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ।

৮।  রোমিও-  রোমিও রাইফেল.

৯।   মার্ক হোর – অ্যাডজাস ট্যাঁন্ড 

১০। দুই হাজার-রাজারবাগ পুলিশ সদর.

.

.

ফ্রম ৯৯        আমাদের কমিশনার অফিসারদের অবস্থান থেকে আমরা পুরানো পল্টন এলাকায় অনেক আগুন দেখতে পাচ্ছি। এটা কি হেড অফিস(১১) না অন্য কোন অফিস? অভার।

 

২৬ ফর ৯৯    দুই হাজারে আগুন লেগেছে। আবারও বলছি দুই হাজারে আগুন লেগেছে। অভার

 

৯৯ ফর ৮৮   পিপল’স ডেইলীর কি খবর? অভার।

 

২৬ ফর ৯৯    ধ্বংসপ্রাপ্ত। আবারও বলছি ধ্বংসপ্রাপ্ত। আমাদের দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে ও দুজন অল্প আহত হয়েছে। তাদের সিএমএইচে সরিয়ে নেয়া হয়েছে। অভার।

 

৯৯ ফর ২৬    অন্যপক্ষে হতাহতের সংখ্যা কত? অভার।

 

২৬ ফর ৯৯    না। এই মুহূর্তে যাচাই করা কঠিন। বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে অথবা সম্পূর্ণরুপে ভস্মিভূত হয়ে গেছে। এই মুহূর্তে কোনকিছুই বলা সম্ভব নয়। অভার।

 

৯৯ ফর ২৬    আপনি কি পুলিশ লাইনেও এমনই করেছেন? অভার।

 

২৬ ফর ৯৯    আমি শুধু বলছি দুই হাজার পুলিশ লাইনে আগুন লেগেছে। অভার।

 

৯৯ ফর ২৬    ভাল প্রদর্শনী। আউট।

 

ফ্রম ৫৫        রোডব্লক ছিল। আমরা অন্যান্য জিনিসের সাহায্যে এটা সরাচ্ছি। অভার।

 

টু ৫৫  আসলেই প্রশংনীয় কাজ। আপনার জিনিসপত্র ২৬ এ প্রত্যাশা করা হচ্ছে। ৮৮ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের এগুলো বিশেষভাবে কাজে লাগবে।

 

টু ৫৫  অবস্থান অভার। ফার্মগেটের সামনের রাস্তার রোডব্লক সরাচ্ছি বিস্ফোরক ও অন্যান্য জিনিস দিয়ে। আমরা এখনও একই অবস্থানে আছি। অভার।

 

টু ৫৫  রজার। আশা করি কেউ তোমার বিরুদ্ধে দাঁড়াবার সাহস দেখায় নি। অভার।

 

ফ্রম ৫৫        হ্যাঁ

 

টু ৫৫  খুবই চমৎকার। আসতে থাক, আমরা পুরনো ভবনে আছি। তুমি রাস্তায় যেকোন অপ্রয়োজনীয় ক্ষতি এড়ানোর চেষ্টা করতে পার। আউট।

 

টু ১৬  আগে যেমন আলোচনা করা হয়েছিল তেমনভাবে আপনার মূল বাহিনীর ইমাম বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় অনুশীলন সম্পন্ন করবে যা অনুযায়ী তারা পরে আবার সংগঠিত হবে। যতক্ষণ না আপনার বাহিনীর ইমামের দেখা পাচ্ছেন আপনি ওখানেই থাকেন। অভার। 

 

ফ্রম ১৬        উইলকো আউট।

 

 

১১. হেড অফিস- আওয়ামী লীগ সদরদপ্তর

১২. পিপল’স ডেইলী- দ্য ডেইলি পিপল

১৩. চিতা- ট্যাঙ্ক

 

ফ্রম ৪১        আমাদের বিশাল সংখ্যক লোকবল রয়েছে যারা অনেকগুলো রোডব্লক নিষ্ক্রিয় করেছে। অভার।

 

টু ৪১  শ্রমের উপযুক্ত ব্যবহার এটা। পরামর্শ দিচ্ছি এখনকার জন্য তাদের কাজে লাগাতে ও ইমামের কাছে ছাড়পত্র পাওয়া পর্যন্ত তাদের ধরে রাখতে। সেই অনুযায়ী আপনি তাদের ধরে রাখতে পারেন বা ছেড়ে দিতে পারেন। অভার।

 

টু ৪৪  আপনার ইলিমেন্ট RSU(14) এর সাথে যে আছে তার মাধ্যমে জিজ্ঞেস করেন RSU দরিয়াতে প্রহরা দিচ্ছে কিনা।

 

ফ্রম ৮৮       রজার অভার।

 

টু       ঠিক- আপনাকে মনে করিয়ে দিতে চাচ্ছিলাম যে RSU এর সাথে আপনার সূত্র যেন তাদের নৌবহরে টহল দিতে বলে। অভার।

 

টু ২৬  ডেইলি পিপল থেকে কি আপনি গুরুত্বপূর্ণ কাউকে উঠিয়ে আনতে পেরেছেন? অভার।

 

ফ্রম ২৬        নিল- নেগেটিভ, কিন্তু আমাদের সৈন্যরা আরও অনেক গুরুত্বপূর্ণ মানুষের কাছে গেছে। আমরা তাদের অগ্রগতির জন্য অপেক্ষা করছি। অভার।

 

টু ২৬  রজার- আলফা লিমা (১৬) এর অফিস কি দখল করা হয়েছে?

 

ফ্রম ২৬        না। টার্গেট ভোরবেলার জন্য রেখে দেয়া হয়েছে। অভার।

 

টু ২৬  রজার। তাছাড়া যেকোন রেকর্ড বা দলিল হয়তো পুড়িয়ে ফেলা হয়েছে বা ধ্বংস করে ফেলা হয়েছে। যাই হোক, পরিকল্পনা মতো কাজ করুন আর আপনি চমৎকার অগ্রগতি করছেন। যেকোন ছোটখাট বিষয় ঘটার সাথে সাথে আমাদের জানাবেন। আউট।

 

ফ্রম ৭৭ টু ২৬ মারখোরকে জানিয়ে দিন যে ইমাম বলেছে ভোরের আলো ফোঁটার আগেই যত মৃতদেহ আছে সব যেন পরিষ্কার হয়ে যায়। সংশ্লিষ্ট সকলকে বলে দিন। অভার।

 

ফ্রম ২৬        রজার- আপনি আপনার ইমাম আর মারখোরকে এই খবর দিয়ে দিন। আউট।

 

কন্ট্রোল হ্যালো ৪১। কারেক্টিং ১৬,৪১,৮৮, রিসিভ করেছেন? অভার।

হ্যালো ৮৮, আপনি কি ম্যাসেজ পেয়েছেন যা ৪১ মাত্র পড়ে শুনালো?

উত্তর (অস্ফূট)

 

টু ৮৮  হ্যাঁ। তাদের সৎকারের ব্যবস্থা করুন। আপনি স্থানীয় শ্রমিকদের দিয়ে প্রকাশ্য স্থান থেকে তাদের সরিয়ে দিতে পারেন। অভার।

 

 

১৪. RSU-River Survey Unit

১৫. দড়িয়া- বুড়িগঙ্গা নদী

১৬. আলফা লিমা- আওয়ামী লীগ

টু ৮৮  অপরপক্ষের হতাহতের সংখ্যা আপনি কখন আনুমানিক বলতে পারবেন? আর কিছু না। আউট।

 

কন্ট্রোল আদেশের প্রয়োজনীয় বিচ্যুতি-ফলাফলের অপেক্ষা হচ্ছে- সকাল ০১০০ ঘটিকা থেকে যা হয়েছে তার SITREP এর একটা খসড়া দেয়ার পরামর্শ। অভার।

 

টু ৯৯  ০১০০ ঘটিকা থেকে প্রায় আধঘন্টার জন্য আমরা আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম। তারপর আমাদের টেলিফোন ও তার থেকে বেশ দূরের এই জায়গার মাঝে আসা যাওয়া করতে হয়েছে। তাই আমরা বেশিরভাগ খবরই মিস করেছি।

 

ফ্রম ৯৯        আপনাকে বলা হচ্ছিল বেলালের ছেলেদের (১৭) থেকে শুরু করে তারা কখন আসল পাখিকে (১৮) খাঁচায় ভরলো ও সাথে দুটি টেলিফোন এক্সচেঞ্জ, রমনার পি.এস., পিপলস ডেইলি, সংরক্ষিত লাইন, এখনও বিশ্ববিদ্যালয় এলাকার ও গুলশানের, সংশোধন ধানমন্ডির বাড়িগুলোতে যেসব এ্যাকশান নেয়া হচ্ছে, যাদের বসবাসকারীদের হদিস এখনও বের করা যায় নি। অভার।

 

টু ৯৯  শেষ বার্তাটির ব্যাপারে, সেই কর্মমর্তারা কারা যাদের ধানমন্ডি থেকে হদিস পাওয়া যায়নি? অভার।

 

ফ্রম ৯৯        তাজউদ্দীন ও ভূঁইয়াকে তাদের বাসায় পাওয়া যায়নি। একইভাবে, এই শারিরীক প্রশিক্ষণ ইন্সটিটিউট যেখানে অস্ত্র থাকার কথা ছিল সেখানে কিছুই পাওয়া যায়নি। অভার।

 

টু ৯৯  এটাই কি মোহাম্মদপুর এলাকার সেই শারিরীক ইন্সটিটিউট? অভার।

 

ফ্রম ৯৯        হ্যাঁ। এখনও সেখানে কিছু পাওয়া যায়নি। আমরা মালখানা ও লালবাগ কেল্লার খেয়াল রাখব।

 

টু ৯৯  তো আপনার অধিকাংশ উপহার শেষ।

 

ফ্রম ৯৯        নির্দেশনা আমরা সবই শুনেছি কিন্তু অন্যান্য নির্দেশনার কি খবর? অভার।

 

টু ৯৯  ১৬তে খুব কম প্রতিরোধ ছিল যেখানে তারা ৪ জনকে খুন করেছে ও ১০ জনকে আহত করেছে। তারপর তাজউদ্দীন, ভূঁইয়া অপারেশনের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল। ইন্সটিটিউটে তারা অন্যান্য মানুষকে ধরে কিন্তু আসল টার্গেট আরও আগেই গোছগাছ করে চলে গেছে। সম্ভবত তারা সবাই ভয় পেয়ে গতকাল কোন একটা সময় থেকে শহর ছেড়ে যাওয়া শুরু করে। তারা সব রাস্তা বন্ধ করে দিয়েছে ও দ্বিতীয় প্রধান সুরক্ষিত করেছে। ক্যাম্পাস হয়ে পশ্চিম দিকে রেলওয়ে লাইন দিয়ে পালানোর রাস্তা তারা বন্ধ করে দিয়েছে। অভার।

 

১৭. বেলাল’স বয়- কর্ণেল সায়েদউদ্দীনের নেতৃত্বে কমান্ড ইউনিট

১৮. আসল পাখি- শেখ মুজিব

১৯. H.R.- House Rain (মুজিবের বাসভবন)

ফ্রম ৯৯        রজার, অভার।

 

টু ৯৯  আশা করছি আপনি আপনার জিম্মিদের সাথে ভাল আছেন। অভার।

 

ফ্রম ৯৯        আমি ভাবছি তাদের এখন কিভাবে খাওয়াবো। অভার।

 

টু ৯৯  তাহলে এতে নিশ্চই কোন ক্ষতি হবে না যদি তারা কিছুদিন খাবারের চেহারা না দেখে যেন তারা তোমার পদ্ধতি যা তুমি এতো সপ্তাহ ধরে করে আসছ সেটা গ্রহণ করতে পার। আউট।

 

টু ৮৮  আপনি জানেন যে ক্যাম্পাসের পশ্চিম অংশে ৪১ অবস্থান করছে । আপনার যদি কোন সাহায্য সহযোগিতার দরকার হয় তবে আপনি সহজেই তার সাথে সমন্বয় করতে পারেন- কারণ ঐ জায়গায় যদি এখনও কোন প্রতিরোধ থেকে থাকে তবে সে আপনাকে পিছন থেকে সাহায্য করতে আসতে পারে। অবশ্যই আপনাকে আপনার বাহিনীতে সমন্বয় সাধন করতে হবে। অভার।

 

উত্তর অশ্রবণযোগ্য   

কন্ট্রোল রজার। কতদূর পৌছেছেন? আর কত বাকি? অভার।

 

টু ৮৮  আপনার অবস্থা বেশ প্রশংসনীয়। রেললাইন থেকে আপনি কতদূর? দিনের আলো ফোটার কোন আশা কি আপনি দিতে পারবেন? অভার।

 

টু ৪১  আপনি আপনার ইমামকে বলুন আপনার এলাকার বিশিষ্ট লোকজনের তালিকার কাজ শুরু করতে। আপনি যত মহিলাকে চেনেন সবার থেকে তথ্য নিয়ে বিশিষ্ট ব্যক্তির তালিকা করুন যাদের ব্যাপারে আমরা আগ্রহী হতে পারি। অভার।

 

টু ২৬  জিনিস আপনার কাছে এতক্ষণে পৌঁছে যাবার কথা। ওখানে একটু উলটাপালটা হয়েছে। আপনার কাছে নির্দেশনা ১৬ আছে যে চিতা আপনার কাছে কিন্তু আপনার চিতা আসলে আমাদের সাথে। আমি আপনার বাসভবনে চিতা পাঠিয়ে দিচ্ছি। দয়া করে ১৬ এর চিতা একই পরিবহনে আমাদের অবস্থানে পাঠিয়ে দেবেন। বুঝা গেল? অভার।

 

        ALPHA PILLO(২০), যেমনটা আগে বলা হয়েছিল, দয়া করে সব কালো ও বাংলাদেশী পতাকা এক্ষুণি সরিয়ে ফেলার ব্যবস্থা করুন। যদি এটার অন্যথা হয় তবে যারা এ পতাকা উড়াচ্ছে তাদের উচিত শিক্ষা দেয়ার ব্যবস্থা করুন। আউট………

 

কন্ট্রোল এটা অবশ্যই করতে হবে, অন্যথায় আপনি জানেন যে এতে অনেক জটিলতা ও সমস্যা দেখা দেবে। তাছাড়া আমি বিশেষ করে ধানমন্ডি গিয়েছিলাম ঘরে ঘরে তল্লাশী চালাতে। তুমি সময় নিতে পার। আপনি ব্লক বাছাই করে ঘরের প্রতিটা মানুষকে দেখতে পারেন- আপনার জানামতো কেউ থাকলে বাছাই করতে পারেন, সে গুরুত্ব বহন করলে আপনি তাকে গ্রেপ্তার করতে পারেন ও বাকিরা তাদের ঘরে ফিরে যাবে। এইটুকুই আমার বলার ছিল। আপনার আমাকে কিছু বলার থাকলে বলুন। অভার।

.

.

ফ্রম  ৭৭ রজার সো ফার

টু  ৭৭  আপনার এলাকায় এটাই আপনার কাজ হবে যেভাবে ইমাম বলেছে প্রত্যেকটা সারি পুরোপুরি ঘেরাও করে ফেলতে হবে এবং যথাযথ সতর্কবার্তা দেবার পর সকল বাসিন্দাদের বের হয়ে আসতে বলা হবে এবং

বিখ্যাত কেউ আছে সেটা চেনার চেষ্টা করা হবে ।

ফ্রম  ৭৭ এরপর সেই বাড়িগুলোর ভেতরে খুজে দেখা হবে কেউ আছে কিনা । রজার সো ফার , ওভার ।

ফ্রম ৪১  এই ঘরেঘরে তল্লাশি নেওয়াটা খুবই শৃঙ্খলাবদ্ধভাবে সংঘটিত করতে হবে যাতে কোন কিছুই অপরীক্ষিত না থাকে , এছাড়াও আপনি স্থানীয় মানুষদের সহায়তা নেবার চেষ্টা করতে পারেন যারা বিশ্বস্ততার

সাথে আপনাকে তাদের পৃথক করতে সহায়তা করবে । ওভার

বার্তাটি বোঝা যায়নি । 

টু  ২৬ পাঠানো হলো । ওভার ।

ফ্রম ২৬ মারখোরে বলেছে যে লেঃ কমান্ডার মোয়াজ্জেম (২১) কে পাক নিতে গিয়েছিল তখন সে প্রতিরোধ করে যেটাতে সে মারা যায় । কমান্ডার মোয়াজ্জেম মারা গিয়েছে । তার দেহ আমাদের কাছে আছে । 

টু ২৬ রজার ওভার

টু ৮৮ আপনার এই জায়গা শেষ করতে এবং আপনার আসল দায়িত্বের জায়গা যেটা নদী আর রেলওয়ে লাইনের মাঝে অবস্থিত সেখানে ফিরে আসতে  আর কতক্ষণ সময় লাগবে ? ওভার ।

৮৮ ফর ৭৭ এখন সোয়া সাতটা বাজে । আমি এই জায়গা থেকে ৮ টার সময় সরবো । আমার দেহগুলো সংগ্রহ করতে এক ঘণ্টার মত লাগবে । ওভার ।

টু ৮৮ রজার । আপনি তাদের এক জায়গা থেকে সংগ্রহ করতে পারেন এবং কল সাইন ২৬ কে হয়তো তাদের চূড়ান্ত বন্দোবস্ত করার কথা বলা যেতে পারে , ইমাম বলেছেন পরেও করা যাবে । এখনের জন্য তাদের

হয়তো আলাদা ভাগে হিসাব করা যাবে পুলিশ আর বেসামরিকে এবং কল সাইন ২৬ আপনি যখন আপনার জায়গায় ফিরে যাবেন তখন তাদের উপর নজর রাখতে পারবে। ওভার ।

ফ্রম ৮৮ রজার এই সময়ের মধ্যে আমরা তাদের সংগ্রহ করবো এবং কোন এক জায়গায় ফেলে দেবো এবং ২৬ কে জানাবো । আর কিছু ?

টু ৮৮ হ্যা , কারফিউ প্রত্যাহারের পতাকা অপসারণ এবং পথরোধকের অপসারণ প্রসংগে – ইমাম চাচ্ছেন যে এগুলা যথাযথভাবে সংঘটিত করতে এবং ইংরেজি ও উর্দুর পাশাপাশি স্থানীয় ভাষাতেও

এবং সবসময় যাতে এটা চলে কারণ একটা বৃহৎ সংখ্যক মানুষ নিয়মনীতি সম্পর্কে জানে না । আগামীকাল ৭ টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে । ওভার ।

ফ্রম ৮৮ উইলকো । এমনকি গত ৩-৪ ঘণ্টা ধরে আমরা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছি ।

টু ৮৮ ব্যক্তিগত সহকারী রসদ ।

এটা খুবই ভাল এবং যেভাবে ইমাম বলেছেন সেভাবে আপনার পুনঃসংগঠন ও প্রশাসন চালিয়ে যান । আপনার কাছে ।

 

২১* লেঃ কমান্ডার মোয়াজ্জেম কথিত আগরতলা ষড়যন্ত্র মামলার ২নম্বর আসামী ছিলেন ।

.

.

হ্যালো ২৬ ৪১ আপনি কি গ্রহণ করেছেন ? ওভার

হ্যালো ফর ৭৭ ৮৮ এর কাছে পাঠানো বার্তাটি ছিল , এক ঘণ্টার মধ্যে সে তার আসল দায়িত্বপ্রাপ্ত জায়গায় চলে আসবে এবং যেসব লাশ সংগৃহীত হয়েছে সেগুলা সহ দায়িত্ব গ্রহণ করবে ।

আপনার ইমাম ৮৮ এর ইমামের সাথে সমন্বয় করে নিতে পারে । ওভার

কন্ট্রোল  …… হ্যালো ৮৮ , নদীর দক্ষিণে একটি জায়গা আছে , নাম জিঞ্জিরা – এটা আপনার জায়গা থেকে নদীর ঠিক দক্ষিণে । আগেই এটা জানানো হয়েছিল যে অস্ত্র এবং গোলাবারুদ সেখানে বাছাই করা হচ্ছে ।

আরএসইউ এর কাছে হয়তো তাদের টহল শেষ করার পর কিছু তথ্য থাকতে পারে যেটার উপর আপনার নজর রাখা ভাল হবে , ওভার … ধন্যবাদ । আমাদের জানাবেন আপনি কখন ক্যাম্পাস এলাকা

শেষ করবেন এবং আপনার নিজের জায়গায় ফিরে যাবেন । ওখানে কি এখনো গোলাগুলি অব্যাহত আছে ? ওভার

ফ্রম ৮৮ এখানে কোন গোলাগুলি হচ্ছে না কিন্তু আমরা এখনি বের হচ্ছি এবং একটা বাড়ি থেকে একটা গুলি ছোড়া হয়েছে । তাই আমরা কয়েকজনকে সেখান থেকে ধরে নিয়ে যাচ্ছি । আমার মনে হয়না এখন আর

কোন গোলাগুলি হবে । ওভার

টু ১৬ রজার । আর কোন বিবরণ কি আসছে ? সব অস্ত্র আর গোলাগুলি কি আপনার নিয়ন্ত্রনে ? ওভার ।

ফ্রম ১৬ হ্যা । তবে আট থেকে দশ জনের মত লোক রাইফেল আর ২০ রাউন্ড গুলি নিয়ে আবির্ভূত হয়েছিল । ওভার ।

ফর ৭৭ এগুলা তুচ্ছ ঘটনা । কতজন এখন লাইনে বহাল আছে ? আপনি গুনে দেখেছে? ওভার ।

ফ্রম ১৬ টু ৭৭ আমরা এখনো অপরাধীদের পৃথক করার কাজে আছি এবং যখনি তাদের পৃথক ভাগে আলাদা করা হবে তখনই আমরা তাদের গণনা করবো । আমরা এখনো অপরপক্ষের কাউকে যেমন প্রতিবেশীদের

 যাদের মাঝে অফিসাররাও অন্তর্ভুক্ত তাদের কাউকেই ভেতরে প্রবেশের অনুমতি দেইনি । ওভার ।

টু ১৬ সেটাই ভাল । যেভাবে সবচেয়ে ভাল মনে করেন সেভাবেই করেন। সেটাই সবচেয়ে সুবিধাজনক। কোন তাড়া নেই । যদি আপনার কোন গোলাবারুদের প্রয়োজন হয়, আমার মনে হয়না হবে, আপনার

উপাদানগুলো ছাড়া যেটা ৮৮ কে সহায়তা করেছিল যা আমাদের কাছে হস্তান্তরিত হয়েছিল । আউট

ফ্রম ১৬ সেই উপাদান এখন আমাদের সাথে নেই । আমি পরামর্শ দেবো আপনি এ ব্যাপারে ৮৮ এর সাথে যোগাযোগ করুন ।

টু ১৬ রজার – কিন্তু ৮৮ এখন তার আসল দায়িত্বপ্রাপ্ত জায়গায় ফিরে যাচ্ছে , যেটা রেলওয়ে লাইনের দক্ষিণে এবং আপনার উপাদান , আমার ধারণা মতে , আপনার কাছেই ফেরত যাবে ।

যাই হোক না কেন , আমরা তার থেকে উপাদান আদায় করবো । আউট

টু ৮৮ ইমাম সাহেব চাইছেন , যখন আপনি আপনার জায়গা থেকে সরে যাবেন তখন সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনে নিরাপত্তা জোরদার করবেন – আমি আবারও বলছি সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন যেখানে আপনি প্রথমে কিছু

উপাদান রেখেছিলেন । আপনার এলাকায় যাবার আগে এর নিরাপত্তা জোরদার করবেন । ৮৮ ওভার।

.

.

ফ্রম ৮৮ উইলকো ওভার

টু ৮৮ হয়ে যাবে । আপনার মতে বিশ্ববিদ্যালয়ে হতাহতের সংখ্যা কত হতে পারে – আমাকে আপনার দৃষ্টিকোণ থেকে শুধু একটা ধারণা দিলেই চলবে । নিহত বা আহত বা বন্দীর সংখ্যা কতজনহতে পারে ?

আমাকে শুধু একটা মোটামুটি সংখ্যা দিলেই চলবে ওভার ।

ফ্রম ৮৮ দাঁড়ান , প্রায় ৩০০ এর মত । ওভার

টু ৮৮ সাবাশ, ৩০০ নিহত ? আর কোন আহত বন্দী হয়েছে ? ওভার এসআইটিআরইপি

ফ্রম ৮৮ আমি কেবল একটা বিষয়েই বিশ্বাস করি – ৩০০ নিহত । ওভার ।

টু ৮৮ জি আমি আপনার সাথে একমত এটা বেশি সহজতর – না, কিছু জানতে চাওয়াও হয়নি কিছু করাও হয়নি , আপনাকে কোনকিছুর ব্যাখ্যাও দিতে হবে না। আবারও বলছি সাবাশ ; আবারও বলছি

আমি সব ছেলেকেই শাবাশি দিতে চাইব আজিজকে সহ যে এই জায়গায় এই চমৎকার কাজটি করার সময় আপনার পাশে ছিল । আমি খুবই সন্তুষ্ট । ওভার ।

 

Scroll to Top