শিরনাম | সূত্র | তারিখ |
১৯। প্রথম রাউন্ডে পাকিস্তানের বিজয় | টাইম | ১২ এপ্রিল, ১৯৭১ |
ঐন্দ্রিলা অনু
<১৪, ১৯, ৪৪-৪৫>
টাইম ম্যাগাজিন, ১২ এপ্রিল, ১৯৭১
প্রথম রাউন্ডে পাকিস্তানের বিজয়
গত সপ্তাহে পূর্ব পাকিস্তানে একজন বিদেশি কূটনীতিক বলেছে, “কোন সন্দেহ নেই যে এটা একটা হত্যাকান্ড” । আরেকজন পশ্চিম পাকিস্তানি কর্মকর্তা বলেছেন, “এটাকে যথার্থই রক্তগঙ্গা বলা যায়। পাকিস্তানি সেনারা একদম নির্দয়ের মত আচরণ করছে” ।
পাকিস্তানের বেসামরিক যুদ্ধের প্রথম রাউন্ড গত সপ্তাহে শেষ হয়েছে এবং এতে জয়ী ছিল পশ্চিম পাকিস্তান, যাদের ৮০ হাজার পাঞ্জাব সৈন্য আছে যারা বিদ্রোহী পূর্ব পাকিস্তানে দায়িত্বরত আছে । পূর্ব পাকিস্তান থেকে কূটনীতিক, উদ্বাস্তু ও গুপ্তচরদের মাধ্যমে আসা খবরগুলো অনেক ভিন্নভাবে প্রচার হচ্ছে । প্রায় ৩ লাখেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে তবে পাকিস্তান সরকারের মতে এ সংখ্যা মাত্র ১০ থেকে ১৫ হাজারের মত এবং সেই হাজার হাজার বিধ্বস্ত মানুষেরা ছাড়া কেউ এটা নিশ্চিতভাবে বলতে পারবে না ।
গণকবর