শিরোনাম | সূত্র | তারিখ |
প্রধানমন্ত্রী কতৃক চারটি নতুন প্রশাসনিক জোন প্রতিষ্ঠার নির্দেশ | বাংলাদেশ সরকার সাধারন প্রশাসন বিভাগ | ১৮ সেপ্টেম্বর, ১৯৭১ |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রীর সচিব
মুজিবনগর
অর্ডার
আঞ্চলিক পরিষদের কাজের সুষম সুবিধার্থে, অর্ডারটি নীত হয়েছে, জি. ও. নং গ/৮১০ (৩৪৫), তাং ২৭.৭.৭১, আংশিক পরিমার্জিত। পশ্চিম অঞ্চল এবং দক্ষিন-পশ্চিম অঞ্চল ভেঙে দিয়ে হেড কোয়ার্টার এবং আইনগত অধিকার সহ আরো দুইটি প্রশাসনিক অঞ্চল স্থাপন করা হবে যেমনটা নিচে উল্লেখিত :-
১. পশ্চিম অঞ্চল – ১ হেড কো. বালুরঘাট (ক) দিনাজপুর
(খ) বগুড়া
২. পশ্চিম অঞ্চল – ২ হেড কো. মাইদ আঃ (ক) রাজশাহী
৩. দক্ষিণ-পশ্চিম অঞ্চল – ১ হেড কো. কৃষ্ণনগর (ক) পাবনা
(খ) কুষ্টিয়া
৩. দক্ষিণ-পশ্চিম অঞ্চল – ২ হেড কো. বনগাঁ (ক) যশোর
(খ) ফরিদপুর
এই অর্ডার অনতিবিলম্বে কার্যকরভাবে বলবৎ হতে হবে।
স্বাক্ষর/- তাজউদ্দীন আহমেদ
প্রধানমন্ত্রী
স্মারকলিপি নং. গ/১৩৬৬ (৫০০), তাং ১৮ই সেপ্টেম্বর ১৯৭১
ডিস্ট্রিবিউশন : –
১. এম.এন.এ এবং এম.পি.এ (সকল):
২. বাংলাদেশ মিশন প্রধান, কলকাতা।
৩. সচিব (সকল):
৪. পুলিশের ইন্সপেক্টর জেনারেল:
৫. ত্রাণ কমিশনার:
৬. বিশেষ দায়িত্ব, আইন এবং সংসদীয় কার্যক্রমের অফিসার:
৭. আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা (সকল):
৮. প্রধান প্রকৌশলী:
৯. ব্যক্তিগত সচিব (সকল):
১০. এ.ডি.সি হতে কমন্ডার-ইন-চার্জ
(কে. আহমেদ)
ডেপুটি সচিব
প্রধান প্রশাসনিক বিভাগ