বাংলাদেশের গণহত্যায় পাকিস্তানকে সহায়তা না করার জন্য মার্কিন সরকারের প্রতি বাংলাদেশ শিক্ষক সমিতির আবেদন

<৪,২৩১,৫১০>

অনুবাদকঃ সজীব কুমার সাহা

শিরোনাম সূত্র তারিখ
২৩১। বাংলাদেশের গণহত্যায় পাকিস্তানকে সহায়তা না করার জন্য মার্কিন সরকারের প্রতি বাংলাদেশ শিক্ষক সমিতির আবেদন বাংলাদেশ শিক্ষক সমিতি ২১ আগস্ট, ১৯৭১

 

বাংলাদেশ শিক্ষক সমিতি

দুর্ভাংগা ভবন ,কলকাতা বিশ্ববিদ্যালয়

কলকাতা ১২

 

মহোদয়,

বাংলাদেশ শিক্ষক সমিতি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে , মার্কিন যুক্তরাষ্ট্র সরকার পাকিস্তান সরকারকে ক্রমাগত অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার এই ব্যাপারে সচেতন আছে যে, পাকিস্তান সেনাবাহিনী এসব অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশে গণহত্যার কাজে ব্যাবহার করবে। আমরা এবং বিশ্বের বিভিন্ন দেশের শান্তিকামী মানুষ এ গণহত্যার বিপক্ষে যে বিক্ষোভ  করছে তা আমেরিকা সরকার কোন তোয়াক্কা করছে না। আমরা আমাদের সমিতি থেকে কয়েক সপ্তাহ আগে একটি স্মারকলিপি দেয় সিনেটর কেনেডির কাছে । সমিতি থেকে আরো একটি কপি কলকাতায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে প্রেসিডেন্ট নিক্সনের কাছে পাঠানো হয়েছিল। একটি খবর ছড়িয়েছে যে ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত আমেরিকার অস্ত্র গুলি ইয়াহিয়ার ইচ্ছানুযায়ী বাংলাদেশে পাঠানো হচ্ছে, যেটি গেরিলাদের দমন ও পাকিস্তান সৈন্যদের ট্রেনিং এর জন্য ব্যবহৃত হবে। এই সংবাদে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের উদ্বেগ আরো বেড়েছে।  বাংলাদেশ শিক্ষক সমিতি বিবেচনা করে দেখেছে যে যুক্তরাষ্ট্রের গণহত্যা আইন এখন পাকিস্তান আর্মি  দ্বারা বাংলাদেশে পৃষ্ঠপোষকতা করছে। বাংলাদেশের জনগন এটা বিশ্বাস করে না যে আমেরিকার  জনগন স্বাধীনতা সংগ্রাম নিস্পেষনের জন্য একটি সামরিক সহায়তা প্রস্তাব করবে।

 

অত এব, আমাদের সমিতি ন্যায় বিচার, মানবতা ও স্বাধীনতার জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে আবেদন করছেঃ

 

আ) ইয়াহিয়া সরকারকে সকল প্রকার সামরিক , অর্থনৈতিক  ও চিকিতসা সেবা বন্ধ করে দেয়ার জন্য ।

ব) ইয়াহিয়া সরকারের উপর চাপ প্রয়োগ, যাতে পাকিস্তানি সেনাবাহিনী নৃশংসতা বন্ধ করে  ও নিঃশর্ত ভাবে মহান নেতা শেখ মুজিবর রহমানকে মুক্তি দেয়।

চ) সর্বশেষ বাংলাদেশ কে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয়া।

 

তারিখঃ ২১ শে আগস্ট ১৯৭১ , কলকাতা                                            আপনার বিশ্বস্ত

সাধারণ দূতাবাস

                                                                                                         এ কে রায়

                                                                                                         জেনারেল সেক্রেটারি

                                                                                                        বাংলাদেশ শিক্ষক সমিতি

Scroll to Top