বাংলাদেশে বিজ্ঞান শিক্ষা সম্পর্কিত আলোচনা সভাসমূহের কার্যবিবরণী

<৪,২৫৬,৫৯৪>

অনুবাদকঃ নওশীন তাসনিম                      

শিরোনাম সূত্র তারিখ
২৫৬। বাংলাদেশে বিজ্ঞান শিক্ষা সম্পর্কিত আলোচনা সভাসমূহের কার্যবিবরণী বাংলাদেশ শিক্ষক সমিতির দলিল ২৫ নভেম্বর এবং ২ ও ৩ ডিসেম্বর ,১৯৭১

 

বাংলাদেশে বিজ্ঞান শিক্ষা

২৫ নভেম্বর, ১৯৭১ এ, ১১, সুতেরকিন স্ট্রিট, কোলকাতা ১৩ তে মোঃ জ। রহিম এর সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

নিম্নের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় :

(১) বাংলাদেশের শুধুমাত্র বিজ্ঞান শিক্ষায় শিক্ষাগত সমস্যা।

(২) সর্বচ্চোঅর্থনৈতিকউন্নয়নের জন্য বাংলাদেশের সম্পদের ব্যবহারের উদ্দেশ্যে বিশেষ ঝোঁকে বৈজ্ঞানিক শিক্ষা।

(৩) বৈজ্ঞানিক শিক্ষার মিথলজি।

(১) এবং (২) দফা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়। তবে আলচনায় এটাই বোঝা যায় যে এখনও সঠিক পদ্ধতিতে বিজ্ঞান শিক্ষার জন্য আরও চিন্তাশীল হওয়া জরুরী যা (২) দফার উদ্দেশ্য কে ভালো মতন পরিবেশন করবে।

দফা (৩) যা স্বাভাবিকভাবেই (১) এবং (২) কে অনুসরন করে যা ভালমতন আলোচনা করা হয়নি।

এখানকার সদস্যবৃন্দ পরের বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আরও গভীরভাবে চিন্তা করার কথা বলে এবং তাদের মতামত বিসদভাবে প্রকাশ করে যার ফলে বাংলাদেশের বিজ্ঞান শিক্ষার একটি সুন্দর সূচনা হওয়া সম্ভব।

বৈঠক স্থগিত রাখা হয় এবং পরের বৈঠকের সময় ২রা দিসেম্বর,১৯৭১ ১১, সুতেকিন স্ট্রিট ে বেলা ১২তে নির্ধারণ করা হয়।

 

নিম্নোলিখিত সদস্যবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন:

১. মোঃ প.ক. চক্রবর্তী

২. মোঃ স. ক. ভট্টাচার্জি

৩. ডঃ ম. আ. সালেহ

৪. মোঃ চ. র. গুহা রায়

৫. ডঃ আ. রহমান

৬.মোঃ ক. ক. রায়

৭.  মোঃ স. আলম

৮.  মোঃ আ. দাস

৯. মোঃ ক. ম. সাহা

১০. মোঃ স. ক. মুখোপাধ্যায়

১১. মোঃ দ. শর্মা

১২. মোঃ ন. চ. দত্ত বনিক

 

                                                      জিল্লুর রহমান

                                                       ২৫/১১/৭১

স্ট্রিট , কোলকাতা-১৩ তে ২রা দিসেম্বর,১৯৭১ এ প্রফেসর র. হকের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয় ।

বৈঠকে এটাই আলোচনা করা হয় যে, প্রকল্পের কাজ প্রাথমিকভাবে দুইভাগে বিভক্ত হবে, ভাগ (১) দেশীয় সম্পদ কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে বিজ্ঞান শিক্ষার কোর্সসমূহ সাজানো এবং ভাগ (২) বিজ্ঞান বইসমূহ বাংলায় লেখা।

ভাগ (১) এ বিজ্ঞানশিক্ষার কোর্স সাজানোর জন্য কাজ করার প্রতি মনোযোগ দেয়া হবে।

নিজেদের মধ্যে আলচনার প্রথম স্থান হল স্কুল তাই বৈজ্ঞানিকদের প্রাথমিক স্তরেই গবেষণার বিস্তারিত প্রনয়ন করার পরামর্শ দেয়া হয়, যাতে বিস্তৃত কোর্সসমূহ বিজ্ঞানের নিয়মানুযায়ী সাজানো যায়।

১৩ই দিসেম্বর,১৯৭১ এ পরবর্তী বৈঠকে এটি সমাধানের কথা বলে বৈঠকের মুলতবি করা হয়।

নিম্নবর্ণিত সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন,

১. ডঃ এ.কে.. রায়

২. জনাব শাম স আলম

৩. জনাব এস. কে. মুখোপাধ্যায়

৪. ডঃ এ. রাবমতি

৫. জনাম এস. আহমেদ

৬. জনাব পি. কে. চক্রবর্তী

৭. জনাব কে. বি. চক্রবর্তী

৮. জনাব এস. কে. সাহা

৯. ডঃ এ. কাদের

১০. জনাব কে. এম. সাবা

১১. জনাম এস. কে.. ভট্টাচার্য

১২. জনাব কে. কে. রায়

১৩. জনাব এন. সি. দত্ত বণিক

১৪. জনাব সি. আর. গুহ রায়

১৫.. ডঃ এ. সালেহ

১৬ .জনাব ডি. শর্মা

১৭.. জনাম এ. দাস

১৮ জনাব জ. রহিম

সুতেরকিন স্ট্রিট, কল্কাতা-১৩ তে ১৩ই ডিসেম্বর, ১৯৭১ এ প্রফেসর আর হকের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান কোর্সের পাঠ্যক্রম রূপরেখা স্থাপনের জন্য বিজ্ঞানের বিভিন্ন শাখার বিশেষজ্ঞরা বৈঠকে উপস্থিত ছিলেন। পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা ও আলোচনা করা হয় এবং ১৬ই দিসেম্বর,১৯৭১ ের পরবর্তী বৈঠকে বিশেষজ্ঞদের প্রথম থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যক্রম প্রদানের জন্য বলা হয় ।

 

নিম্নবরনিত সদস্য বৈঠকে উপস্থিত ছিলে,

১ ডঃ এ.. সালেহ

২. জনাব ডি. শর্মা

৩. জনাব এ. দাস

৪. জনাব কে. কে. রায়

৫. জনাব পি. কে. চক্রবর্তী

৬. জনাব এস. কে. সাবা

৭. জনাব জ. রহিম

৮. জনাব এস. আহমেদ

৯. ডঃ এ. রহমান

১০. জনাব এস. কে. ভট্টাচার্য

১১. ডঃ এ. কাদের

১২. এন সি. দত্ত

১৩. জনাব এস.. কে মুখোপাধ্যায়

 ১৪. জনাব কে. এম. সাহা

১৫. জনাব কে. বি. চক্রবর্তী

Scroll to Top