বাংলাদেশ গণ-সংস্কৃতি সংসদের সভার বিজ্ঞপ্তি

<৪,৭২,১২৮>

অনুবাদকঃ ইফতি

শিরোনাম সূত্র তারিখ
৭২। বাংলাদেশ গণ-সংস্কৃতি সংসদের সভার বিজ্ঞপ্তি বাংলাদেশ গণ-সংস্কৃতি সংসদের দলিলপত্র ২৮ সেপ্টেম্বর, ১৯৭১

বাংলাদেশ গণ-সংস্কৃতি সংসদ

BANGLADESH PEOPLE’S CULTURAL SOCIETY

৫৯, সিমোর হাউজ

ট্যাভিস্টক প্লেস

লন্ডন ডাব্লিউ সি ১

ফোন: ৮৩৭-৪৫৪২

সেপ্টেম্বর২৮, ১৯৭১.

প্রিয়সুধী,

বাংলাদেশ গণ-সংস্কৃতি সংসদের নির্বাহী কমিটির একটি সভা ১ অক্টোবর, ১৯৭১ শুক্রবার স্টেপনি ইনস্টিটিউট, মিরডল স্ট্রিট (গ্র্যান্ড প্ল্যাইস হলের বিপরীতে) কমার্শিয়াল রোড, লন্ডনই১ (টিউব: হোয়াইটচ্যাপেল)-এ সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে।

আপনার উপস্থিতি একান্ত কাম্য।

 

আলোচ্যসূচি:

১) গত সভার উল্লেখযোগ্য মুহূর্তগুলো।

২) ম্যানচেস্টার ভ্রমণের প্রস্তুতি।

৩) বিদ্যালয়ভিত্তিক রচনা প্রতিযোগিতা।

৪) সংবিধান।

৫) অ্যাকাউন্টসমূহ।

৬) অন্য যেকোনো বিষয়।

ভ্রাতৃত্বপূর্ণ সম্ভাষণের সাথে

আপনার গুণমুগ্ধ,

মুন্নি রহমান(মিসেস)

সম্পাদক

Scroll to Top