বাংলাদেশ প্রশ্নে বৃটিশ লেবার পার্টির অভিমত জানিয়ে লিখিত মিঃ হ্যারল্ড উইলসন এমপি-র একটি চিঠি

<৪,১১৪,১৯৯>

অনুবাদকঃ দিব্য কান্তি দও

শিরোনাম সূত্র তারিখ
১১৪। বাংলাদেশ প্রশ্নে বৃটিশ লেবার পার্টির অভিমত জানিয়ে লিখিত মিঃ হ্যারল্ড উইলসন এমপি-র একটি চিঠি এ্যাকশন কমিটির দলিলপত্র ১৫ ডিসেম্বর, ১৯৭১

 

 

প্রেরক: সম্মানিত হ্যারল্ড উইলসন, ওবিই, এফআরএস এমপি

হাউজ অফ কমনস

লন্ডন এডব্লিউ ১

১৫ ডিসেম্বর, ১৯৭১

জনাব খান,

 

  পূর্ব পাকিস্তানের দুঃখজনক পরিস্থিতি নিয়ে আপনার চিঠির প্রতিউত্তর দিতে বিলম্ব হওয়ায় জনাব উইলসন ক্ষমা প্রার্থনা করেছেন। এই বিষয় এবং অন্যান্য বিষয়ে চিঠিপত্রের চাপ এত বেশি যে, ইচ্ছা থাকলেও অতি দ্রুত আপনার চিঠির প্রতিউত্তর দেয়া প্রায় অসম্ভবের পর্যায়ে দাঁড়িয়েছে।

অক্টোবরে ব্রাইটনে লেবার পার্টির বার্ষিক সভায় পাকিস্তান সম্পর্কিত একটি উক্তি সার্বিকভাবে সমর্থিত হয়েছে, যার একটি প্রমাণপত্র জনাব উইলসনের অনুরোধে আমি আপনাকে প্রেরণ করছি।*

বিবৃতিটি তৎক্ষণাৎ বৃটিশ সরকার এবং জাতিসংঘের সাধারণ সম্পাদকের কাছে প্রেরণ করা হয়েছে। 

সংসদীয় লেবার পার্টি পুরোপুরিভাবে এই অবস্থা সম্পর্কে অবগত আছে এবং তারা বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারের কাছ থেকে সর্বোচ্চ কার্যকরী পদক্ষেপ দাবী করবে।

বিনীত

এম, এ, রাজ্জাক খান, আইনজীবী

সাধারণ সম্পাদক।

বাংলাদেশ অ্যাকশন কমিটি অব পোর্টসমাউথ,

৬, ব্রিটানিয়া রোড,

সাউথসি, হ্যান্টস।

পি০৫আইএসএন।

 

*মিঃ আয়ান মিকার্ডো এম, পি-র চিঠি দ্রষ্টব্য, ১৩ অক্টোবর, ১৯৭১।

Scroll to Top