বিদেশী সাংবাদিকদের সাথে জেনারেল নিয়াজী

৭.২১৪.৫৯৬

শিরোনামঃ ২১৪। বিদেশী সাংবাদিকদের সাথে জেনারেল নিয়াজী

সূত্রঃ দৈনিক ইত্তেফাক

তারিখঃ ১১ ডিসেম্বর, ১৯৭১

.

বিদেশী সাংবাদিকদের সাথে নিয়াজী

.

গতকাল শুক্রবার পূর্বাঞ্চলীয় কমান্ডার ও ‘খ’ অঞ্চলের সামরিক প্রশাসক লেঃ জেনারেল এ, এ, কে নিয়াজী আকস্মিকভাবে হোটেল ইন্টার কন্টিনেন্টালে গিয়ে উপস্থিত হন এবং জিজ্ঞেস করেন বিদেশী সাংবাদিকরা বিশেষ করে বিবিসি’র প্রতিনিধি কোথায় আছেন?

 তিনি বলেন তাদের সকলকে আমি জানিয়ে দিতে চাই যে, সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে আমি এখনও পূর্ব পাকিস্তানে থেকে আমার সেনাবাহিনীকে পরিচালনা করছি। আমি কখনও আমার সেনাবাহিনীকে ছেড়ে যাব না বলে তিনি মন্তব্য করেন।

পূর্ব পাকিস্তান থেকে তাঁর পলায়ন সম্পর্কিত ভারতীয় বেতারের দুরভিসন্ধিমূলক রিপোর্ট বিবিসি থেকে প্রচারিত হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। কয়েকজন সাংবাদিকের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে জেনারেল হোটেল ত্যাগ করেন। ভারতীয় বেতারে জেনারেল নিয়াজী পূর্ব পাকিস্তান থেকে চলে গেছেন বলে যে নির্লজ্জ মিথ্যা সংবাদ প্রচারিত হয়েছে তাতে বিদেশী সাংবাদিকদের মধ্যে গুজব ছড়িয়ে পড়েছিল। তিনি ইন্টারকন্টিনেন্টাল হোটেল পরিদর্শন করায় সকল গুজবের অবসান হয়েছে। এপিপির জনৈক বিশেষ প্রতিনিধি এই সংবাদ পরিবেশন করেছেন।

Scroll to Top