বিধবাদের নিকট পরিত্যক্ত বাড়িঘর বন্দোবস্ত দেয়ার সরকারী ঘোষণা

৭.১৮০.৫২৪

শিরোনামঃ ১৮০।  বিধবাদের নিকট পরিত্যক্ত বাড়ী-ঘর বন্দোবস্ত দেওয়ার সরকারী ঘোষণা।
সুত্রঃ সরকারী দলিলপত্র জনসংযোগ বিভাগ, দিনাজপুর
তারিখঃ ৩ সেপ্টেম্বর, ১৯৭১

 

 বিধবাদের জন্য বিশেষ ঘোষণা

 

(১) পরিত্যক্ত বাড়ী-ঘর ইত্যাদি সম্পত্তি বিধবাদের নিকট বন্দোবস্ত দেওয়ার জন্য বিধবাদের নিকট হইতে দরখাস্ত চাওয়া যাইতেছে। 
সবুজ রংয়ের দরখাস্তের ফরম আনজুমানে মোহাজেরিনের অফিস ও টাউন হলের নিকট অবস্থিত শান্তি কমিটির অফিস হইতে আগামীকল্য হইতে পাওয়া যাইবে।

শান্তি কমিটি ও রিলিফ কমিটির মেম্বারগণকে এবং সমস্ত সমাজ কর্মীগণকে বিধবাদের উক্ত ফরম পূরণ করিতে সাহায্য করার জন্য অনুরোধ করা যাইতেছে। ফরম পূরণ করিয়া আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ডি, সি সাহেবের অফিসে দাখিল করিতে হইবে।

(২)  বিনা অনুমতিতে সরকারী, মিউনিসিপ্যালিটি কিংবা কোনো প্রাইভেট ব্যক্তির জমির উপর কোন প্রকার ঘর কিংবা বাড়ী উঠানো নিষিদ্ধ।  ঐ সমস্ত ব্যক্তিকে মার্শাল ল-রেগুলেশনের অধীন বিচার করা হইবে। আগামী ৮ই সেপ্টেম্বরের মধ্যে ঐ সমস্ত বেআইনিভাবে উঠানো ঘর-বাড়ী ভাঙ্গিয়া ফেলা হইবে ও বাড়ি তৈরারীর জিনিসপত্র বাজেয়াপ্ত করা হইবে।

প্রত্যহ রাত ১১টা হইতে সকাল ৪টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকিবে। উক্ত সময়ের মধ্যে কাহাকেও ঘরের বাহিরে কিংবা রাস্তায় পাওয়া গেলে গুলি করা হইবে।
                                                              
আদেশক্রমে
এম.এল প্রশাসক 
 দিনাজপুর
৩.৯.১৯৭১

Scroll to Top