ভ্যাঙ্কুভাবে প্রবাসী বাঙালী ও ফ্রেজার গ্রুপ প্রকাশিত ‘বায়াস’ পত্রিকার একটি আবেদন

<৪,১৭১,৩৩৯>

অনুবাদকঃ সাফানুর সিফাত

     শিরোনাম           সুত্র           তারিখ
১৭১। ভ্যাঙ্কুভাবে প্রবাসী বাঙালী ও ফ্রেজার গ্রুপ প্রকাশিত ‘বায়াস’ পত্রিকার একটি আবেদন ‘বায়াস’ খন্ড-২

সংখ্যা-৪

—————

১৯৭১

 

আপনারা যা করতে পারেন

 

. একদম প্রাথমিক পর্যায়ে এই সংগ্রামের সত্যিকার প্রকৃতি সম্পর্কে নিজেদের এবং অন্যদের অবহিত করা অব্যাহত রাখতে পারেন।আপনারা দাবি করতে পারেন যে স্থানীয় গণমাধ্যম গুলো এর প্রকৃত কারনের গভীরে গিয়ে নিরপেক্ষ ভাবে রিপোর্ট করুক।গণমাধ্যম গুলর জন্য রিফিউজি ক্যাম্প, নৃশংস গণহত্যা, কলেরা মহামারির ওপর রিপোর্ট করা সহজ, যখন এই বিষয়টাকে উপেক্ষা করা হয় যে এসবই হয়েছে পশ্চিম পাকিস্তানি সরকারের একটি ইচ্ছাকৃত গণহত্যা কর্মসুচির কারনে। কদাচ এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে কানাডা এবং ইউ.এস. সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সরকারকে সমর্থন করছে। আপনাদের পত্রিকায় লিখুন এবং এই সরকারের সাথে পশ্চিমাদের আপষের এই প্রচেষ্টার নিন্দা জানান।

 

. এটা খুবই গুরুত্বপুর্ন যে আপনারা আপনাদের নিজেদের সচেতনতার মাধ্যমে ওই সকল ব্যাক্তি ও প্রতিষ্ঠানের ওপর চাপ প্রয়োগ করুন যারা এই সংগ্রামের ফলাফলকে এবং মানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করতে পারে।এই পর্যায়ে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যে, আপনারা আপনাদের সরকারের কাছে দাবি করুন, তারা যেন পশ্চিম পাকিস্তানের সকল সাহায্য ও সামরিক সরবরাহ বন্ধ রাখে এবং বাংলাদেশের অস্থায়ী সরকারকে স্বীকৃতি দেয়।

 

. গেরিলা আন্দলনের প্রবৃদ্ধিতে অবদান রেখে আমরা বাংলাদেশে চলমান সংগ্রামকে সাহায্য করতে পারি।এটা মানুষ এবং ভবিষ্যতের জন্য যুদ্ধ। উত্তর আমেরিকায় বাংলাদেশি এসোসিয়েশন আছে। ত্রাণ এবং চিঠিপত্র বি.সি. এর শাখায়(#১) পাঠানো যাবে।অথবা নিকটস্থ এই সংস্থা গুলর সাথে যোগাযোগ করুনঃ

 

. বাংলাদেশ এসোসিয়েশন অব ব্রিটিশ কলাম্বিয়া,

   আকাদিয়া টাওয়ার, #১৪০১

   ২৭২৫ মেলফা রোড, ভেনকুভার, বি.সি.

. বাংলাদেশ এসোসিয়েশন অব কানাডা,

   ৩৫২০ লর্ন এভিন্যু, সুইট ৫, মন্ট্রিয়াল, কিউবেক।

. বাংলাদেশ এসোসিয়েশন অব কানাডা,

   ১১৭ কারটন স্টেট, টরোনট, ২০০, অন্টারিও।

. বাংলাদেশ এসোসিয়েশন অব সাস্কাচিওয়ান

   ১২২০ যুবিলি এভিন্যু, রেজিনা সাস্ক।

বাংলাদেশ লীগ অব আমেরিকা ইনকর্পোরাট,

   ৫২৪৫, সো। কেনউড, শিকাগো, III ৬০৬১৫, ইউ.এস.এ.

বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ আমেরিকা

   ৭৫৯ ই. ১৮’শ স্টেট,

   ব্রুকলিন, নিউ ইয়র্ক, এন.ওয়াই. ইউ.এস.এ.

Scroll to Top