মিঃ গান্ধী কর্তৃক শরৎ বোসকে লিখিত চিঠি : স্বাধীন সার্বভৌম বাংলার প্রতি কংগ্রেস নেতৃত্বের মনোভাব

শিরোনামঃ মিঃ গান্ধী কর্তৃক শরৎ বোসকে লিখিত চিঠিতে প্রকাশিত স্বাধীন সার্বভৌম বাংলার প্রতি কংগ্রেস নেতৃত্বের মনোভাব

সুত্রঃ ইন রেট্রসপেকশনঃ আবুল হাশিম পৃষ্ঠা-১৫৮

তারিখঃ ৮ই জুন,১৯৪৭

মিঃ গান্ধী মিঃ শরৎ চন্দ্র বোসকে লেখেন ৮ই জুন, ১৯৪৭:  

প্রিয় শরৎ,

       আমি আপনার খসড়া পেয়েছি। আমি পরিকল্পনার ব্যপারে পণ্ডিত নেহরু এবং সরদারের সাথে আলোচনা করেছি। তার দুজনেই এই দলিলের বিরুদ্ধে এবং তাদের অভিমত- এটা তফসিলি নেতা এবং হিন্দুদের বিভক্ত করার একটা চাল। তাদের সাথে এটা শুধু সন্দেহ আরোপই নয়, প্রায় দোষী সাব্যস্তকরন, এবং মনে হয় অর্থ দৌলত তফসিলি ভোট সংরক্ষনের জন্য ব্যয় করা হচ্ছে। যদি তাই ই হয় তাহলে আপনার সংগ্রাম আপাতত বন্ধ করা উচিত। দুর্নীতির মধ্য দিয়ে যে একতা অর্জিত হয় তা, একটি অকপট বিভাজনের চেয়েও খারাপ হবে, যা হিন্দুদের ভগ্নহৃদয় ও দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা প্রতিষ্ঠার স্বীকৃতি দেবে। আমি আরো দেখতে পাচ্ছি ভারতের দুই অংশে ক্ষমতা বদলের কোন আশা নেই। তবে যে চুক্তিই হোক, তা কংগ্রেস ও লীগের পূর্ববর্তী চুক্তি অনুযায়ীই হবে। যা যতদূর মনে হয় আপনি অর্জন করতে পারবেন না। তথাপি আপনার বিশ্বাস নাড়ানো আমার উচিত না, যতক্ষণ না পর্যন্ত উল্লিখিত চাল ও দুর্নীতি চর্চা দূর না হয়। যদি আপনি পুরোপুরি নিশ্চিত থাকেন যে, সন্দেহের কোন কারন নেই এবং কেন্দ্র সমর্থিত মুসলিম লীগের লিখিত না পাওয়া পর্যন্ত বাংলার একতার স্বার্থে আপনার সংগ্রাম ছেড়ে দেয়া উচিত এবং বাংলার বিভক্তিকরনে তৈরি হওয়া পরিবেশে ক্ষান্তি দেয়া উচিত।

 

ভালবাসার সহিত
বাপু

Scroll to Top