মিড ওয়েস্ট বাংলাদেশ এসোসিয়েশনের কলাম্বাসে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ

<৪,১৪৫,২৬৭-২৬৮>

অনুবাদকঃ তন্দ্রা বিশ্বাস

শিরোনাম সূত্র তারিখ
১৪৫। মিড ওয়েস্ট বাংলাদেশ এসোসিয়েশনের কলাম্বাসে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ মিঃ মুহিতকে মিয়ামি বিশ্ববিদ্যালয় থেকে মিঃ জে কে ভট্টাচার্জের চিঠি ২৯ মে,১৯৭১

মিয়ামি বিশ্ববিদ্যালয়                                          ৩২৫ ডব্লিউ. হাই স্ট্রিট. ৭
মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট                                           ৫/২৯/৭১
                                                                           অক্সফোর্ড,ওহিও ৪৪৫০৫৬
                                                                           টেলিফোন
: ৫১৩.৫২৯-                  
                                                                           ৫৪২২

জনাব মুহিত,
         অনুগ্রহপূর্বক ৩নং প্রস্তাবটি পড়ুন। আমরা বাংলাদেশ সরকারের নামে ওয়াশিংটন ডিসি তে সম্পদ জমা করার সম্ভাবনা(আইনজীবির সাথে আলোচনা ইত্যাদি)বৃদ্ধি করতে চেষ্টা করব।ওয়াশিংটন অফিসের জন্য আমাদের একটি হিসাবও(আনুমানিক) দরকার।

            স্বকীয় অভিনন্দন।
                                                                                       একান্তই আপনার,
                                                                                        জে.কে. ভট্টাচার্য্য

                মিডওয়েস্ট বাংলাদেশ এসোসিয়েশনের সিদ্ধান্ত
                  ২৯ মে,১৯৭১, কলাম্বাস ওহিও তে অনুষ্ঠিত

১। বাংলাদেশ বিষয়ে যেকোন সহযোগিতায় অবিলম্বে পর্যাপ্ত পদক্ষেপ নেয়া হবে।

২।মিডওয়েস্ট বাংলাদেশ এসোসিয়েশন ওয়াশিংটন ডিসিতে একজন মুখপাত্রকে সমর্থক হিসেবে পেয়েছেন।এসোসিয়েশন মিঃ আমহমুদ আলী কে বিলম্ব না করে পদের দায়িত্ব গ্রহন করার জন্য সুপারিশ করছে।

৩।প্রতিষ্ঠানটি ওয়াশিংটন ডিসি তে সম্পদ্গুলো পৌঁছে দেয়ার জন্য পন্থা(সঠিক ব্যক্তির সাথে আলোচনার মাধ্যমে) অবলম্বন করবে।

৪। অবিলম্বে উন্নত সমন্বয় ও সংগঠনের উদ্দেশ্যে মিডওয়েস্টার্ন প্রদেশের একটি সভা অনুষ্ঠিত হবে। সভার তারিখ ও স্থান রাজ্য প্রতিনিধির দ্বারা নির্ধারিত হবে।
 
৫। মিডওয়েস্ট বাংলাদেশ এসোসিয়েশনের সদস্যরা ১২ জুন,১৯৭১ নিউইয়র্কে অনুষ্ঠিতব্য র‍্যালি তে অংশগ্রহন করবে।

                      মিডওয়েস্ট বাংলাদেশ এসোসিয়েশন কেন
যতটা সম্ভব বিভিন্ন পন্থা অবলম্বন করে প্রচুর ত্রাণসামগ্রী দিয়ে এবং বাংলাদেশকে সমর্থন করতে আমরা মিডওয়েস্ট বাংলাদেশ এ্যাসোসিয়েশন  প্রতিষ্ঠা করেছি(কর মুক্ত)। এই এ্যাসোসিয়েশন স্থানীয় পর্যায়ে সমন্বয় করবে,তহবিল বৃদ্ধি করবে,প্রয়োজনীয় কর্মসূচী সমর্থন ও প্রচার করবে। এই এ্যাসোসিয়েশন  কর্পোরেশনের সাথে এবং একই উদ্দেশ্যে উৎসর্গী কৃত অন্যান্য সংস্থা বা ব্যক্তির কর্মকাণ্ডের পরিপূরক হিসেবে কাজ করবে।এই সংস্থার একজন প্রতিনিধি অন্য সংস্থার অনুরূপ প্রতিনিধির সাথে কর্মকাণ্ড সমন্বয় করবে।
বিঃদ্রঃ
১।পাকিস্তানের মিলিটারি পরিচালনা পরিষদের উদ্দেশ্যে ত্রাণ স্থগিত করার জন্য সিনেট প্রস্তাব ২১(মামলা ও মন্ডেল কর্তৃক……
২।সকল ত্রাণ স্থগিত করার জন্য সিনেট প্রস্তাব ৯৯(হ্যারিস কর্তৃক)……
৩। মিসেস রড তার স্বামী ডঃ জন ই. রডের সাথে দেখা করার জন্য আফ্রিকা যাচ্ছেন…
৪। সিনেটর স্যাক্সবি ডঃ রড এর কাছ থেকে বাংলাদেশের ভয়ংকর পরিস্থিতির বহু তথ্য পেয়েছেন…
৫। সিনেটর স্যাক্সবি এরকম গুরুতর সমস্যার মধ্যেও  ফরেন রিলেশনস সিনেটর কমিটির সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেন।

Scroll to Top