বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্রের ২য় খণ্ডের ০৩ নং পৃষ্ঠায় মুদ্রিত ০৩ নং দলিল থেকে বলছি…
শিরোনাম | সূত্র | তারিখ |
রাজনৈতিক নেতৃবৃন্দ গ্রেফতার | পাকিস্তান অবজারভার | ১৩ অক্টোবর, ১৯৫৮ |
পাকিস্তান অবজারভার
অক্টোবর ১৩, ১৯৫৮ খ্রি:
৪ জন প্রাক্তন মন্ত্রী, ৩ জন প্রাক্তন প্রাদেশিক পরিষদের সদস্য এবং ৩ জন কর্মকর্তা গ্রেফতার
দুর্নীতির অভিযোগ
নিরাপত্তা আইনে ভাসানী আটক
পূর্ব পাকিস্তানের দুর্নীতি দমন ব্যুরো রবিবার সকালে সাবেক মন্ত্রী জনাব আবুল মনসুর আহমেদ, জনাব মোহাম্মদ আব্দুল খালেক, শেখ মুজিবুর রহমান এবং জনাব হামিদুল হক চৌধুরীকে গ্রেফতার করেছে। খবর এ.পি.পি.
আয়ের সাথে সংগতিবিহীন বিপুল সম্পত্তি অর্জনের দায়ে তাদের অভিযুক্ত করা হয়।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে গতকাল সকালে ময়মনসিংহ জেলার মির্জাপুর হতে পাকিস্তান নিরাপত্তা আইনে গ্রেফতারের পর ঢাকা কেন্দ্রিয় কারাগারে পাঠানো হয়।
পূর্ব পাকিস্তান দুর্নীতি দমন আইন, ১৯৫৭ ও ১৯৫৮ সালের ৭২ নং অধ্যাদেশ অনুযায়ী নুরুদ্দিন আহমেদ, সাবেক এমপিএ ও ব্যবস্থাপনা পরিচালক গ্রিন এন্ড হোয়াইট লি:,
আজগর আলী শাহ, সি.এস.পি, শিল্প উন্নয়ন কমিশনার এবং সাবেক সচিব, বাণিজ্য, শ্রম ও শিল্প অধিদপ্তর, পূর্ব পাকিস্তান সরকার,
জনাব আমিনুল ইসলাম চৌধুরী, সি.এস.পি, আন্ডার সেক্রেটারি, বাণিজ্য, শ্রম ও শিল্প অধিদপ্তর এবং
জনাব এম. এ. জব্বার, প্রধান প্রকৌশলী কমিউনিকেশন এন্ড বিল্ডিং প্রমুখকে গ্রেফতার করা হয়।
আব্দুল হামিদ চৌধুরী, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্যকেও দুর্নীতি দমন ব্যুরোর অভিযানে গ্রেফতার করা হয়।
দুর্নীতি দমন আইনের আওতায় গ্রেফতারকৃতদের জনাব ই.কবির, সাব-ডিভিশনাল অফিসার, সদর (দক্ষিণ), ঢাকা-র সম্মুখে পেশ করা হলে তিনি তাঁদের জামিন নামঞ্জুর করেন।
পরবর্তী সময়ে সন্ধ্যায় জনাব কোরবান আলী, সাবেক এম,পি,এ-কে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়। তাকে আজ সকালে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করা হবে।
-এ.পি.পি।