৭.১৪৪.৪৬০
শিরোনামঃ ১৪৪। সশস্ত্র বাহিনী কর্তৃক ঠাকুরগাঁও দখল
সূত্রঃ দৈনিক পাকিস্তান
তারিখঃ ১৬ এপ্রিল, ১৯৭১
.
প্রতিরোধের সকল কেন্দ্র নির্মূল কড়া হয়েছে
সশস্ত্র বাহিনী ঠাকুরগাঁও পুরোপুরি দখল করে নিয়েছে
.
পাকিস্তান সেনাবাহিনী দিনাজপুরের আরও উত্তরে এগিয়ে ঠাকুরগাঁও পুরোপুরি দখল করে নিয়েছে। এর আগেই পাকিস্তান সশস্ত্র বাহিনী দিনাজপুর থেকে সকল প্রতিরোধকারীকে বিতারন করে।
দিনাজপুর ও ঠাকুরগাঁয়ের মধ্যে প্রতিরোধের সকল কেন্দ্র নির্মূল কড়া হয়েছে এবং পুরো অঞ্চল এখন দুষ্কৃতকারী ও অনুপ্রবেশকারীদের কবল থেকে মুক্ত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় পরিবেশিত এই খবরে বলা হয় যে, প্রদেশের অন্য সকল স্থানে চট্টগ্রাম, যশোর, খুলনা, কুমিল্লা, সিলেট, পাবনা, লালমনিরহাট, সৈয়দপুর, রংপুর ও রাজশাহী সহ অন্যান্য সকল প্রধান শহর পাকিস্তান সেনাবাহিনীর কার্যকরী নিয়ন্ত্রণে রয়েছে।
দেশদ্রোহীদের অবশিষ্ট পকেটগুলোকে উপযুক্তভাবে মোকাবিলা কড়া হচ্ছে। এই অভিযানে গোলযোগপূর্ণ স্থানে সৈন্য ও সরঞ্জাম পরিবহনে পাকিস্তানী বিমানবাহিনী অংশ নিয়েছিল। পিআইএ ফকার বিমানও পূর্ব পাকিস্তানে স্বাভাবিক সার্ভিস অক্ষুণ্ণ রেখেও যখনই প্রয়োজন মুল্লবান সহায়তা দান করেছে। উল্লেখযোগ্য যে, সকল প্রধান শহরের সাথে ফকার বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।