সাক্ষাৎকারঃ সুবেদার মেজর তবারক উল্লাহ

<১০, ১৬.৫, ৩৭৯>

সাক্ষাৎকারঃ সুবেদার মেজর তবারক উল্লাহ

২৮১৯৭৪

সেপ্টেম্বর মাসের ১৬তারিখ রাত বারটার সময় আমি এবং ক্যাপ্টেন শফিক উল্লাহ এক কোম্পানী মুক্তিযোদ্ধা নিয়ে বোয়ালিয়া বাজারের কাছে বেলে ডাঙ্গার পশ্চিম দিকে পাকবাহিনীর একটি প্রতিরক্ষাব্যূহে আক্রমণ চালাই। চারদিন পর্যন্ত তুমুল লড়াই চলে। এই যুদ্ধে আমাদের পক্ষে সিপাহী মতিয়ুর রহমান, ল্যান্স নায়েক আবুল হাশেম, ল্যান্স নায়েক শফিক উদ্দিন চৌধুরী,শাহাদাতবরণ করেন। কয়েকজন বেসামরিক ব্যক্তিও শাহাদাত বরণ করেন। পাকিস্তানীদের পক্ষেও অনেকে হতাহত হয়। আমাদের একটি  কোম্পানী উপর শত্রুদের ৪টি কোম্পানী আক্রমণ চালায়। ক্যাপ্টেন শফিক উল্লাহ এই যুদ্ধে আহত হন।

Scroll to Top