স্টিয়ারিং কমিটির প্রতি একটি কনভেনশন কমিটি গঠনের আহবান সম্পর্কিত প্রবাসী নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তসমূহ

<৪,২৬৮,৬১৯>

অনুবাদকঃ অনুরাধা চৌধুরী

শিরোনাম সূত্র তারিখ
২৬৮। স্টিয়ারিং কমিটির প্রতি একটি কনভেনশন কমিটি গঠনের আহবান সম্পর্কিত প্রবাসী নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তসমূহ এ্যাকশন কমিটির দলিল পত্র ৩০ জুলাই, ১৯৭১

 

১৯৭১ সালের ৩০ শে জুলাই স্টিয়ারিং কমিটির অফিসে বাঙালী কমিউনিটির কিছু নেতা ও বিচারপতি আবু সায়েদের মধ্যে একটি অনানুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়েছিল।সভায় স্টিয়ারিং কমিটিকে সম্মলনের জন্য মোট ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করার অনুরোধ করা হয়েছিল।যার মধ্যে ৪টি ইউনিট থেকে ৪ সদস্য ও স্টিয়ারিং কমিটি থেকে  জন অন্তর্ভুক্ত করার কথা । কেন্দ্রীয় কার্যকরী কমিটি অথবা কাউন্সিল নির্বাচন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ আন্দোলন পুনর্গঠিত করতে স্টিয়ারিং কমিটি সম্মেলন কমিটিকে দায়িত্ব দিয়েছে। সম্মেলন কমিটি একটি খসড়া সংবিধান তৈরি করবে এবং সম্মেলনে তা চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করবে। এ অনানুষ্ঠানিক সভায় স্টিয়ারিং কমিটিকে চূড়ান্তভাবে এ ব্যাপারটিতে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করার অনুরোধ করা হয়েছে।

 

                                                স্বাক্ষর

Scroll to Top