স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান কতৃক স্বাধীনতার ঘোষণা

শিরোনামসূত্রতারিখ
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান কতৃক স্বাধীনতার ঘোষণা*স্বাধীন বাংলা বেতার প্রচারিত অনুষ্ঠানমালার টেপরেকর্ড, ২৭ মার্চ, ১৯৭১ ; দি স্টেটসম্যান,

দিল্লী, ২৭মার্চ, ১৯৭১

২৭ মার্চ, ১৯৭১

স্বাধীনতার ঘোষণা

মেজর জিয়া, বাংলাদেশের প্রাদেশিক সৈন্যদলের কমান্ডার-ইন-চীফ, শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করলেন।

একই সঙ্গে আমি ঘোষণা করছি, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা ইতিমধ্যেই একটি সার্বভেৌম ও বৈধ সরকার গঠণ করেছি, যা সব নিয়ম এবং সংবিধান অনুযায়ী চলতে অঙ্গিকারবদ্ধ।।

এই নতুন গণতান্ত্রিক সরকার আর্ন্তজাতিক সম্পর্কের ক্ষেত্রে জোট-নিরপেক্ষতায় প্রতিজ্ঞাবদ্ধ। সব জাতির সাথে বন্ধুত্ব রাখবে এবং শান্তিরক্ষার জন্য সংগ্রাম করবে।

আমি সব সরকারের কাছে আবেদন করছি বাংলাদেশে নৃশংস গনহত্যার বিরুদ্ধে জনমত গঠন করতে।

শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের সার্বভৌম বৈধ সরকার এবং বিশ্বের সব গণতান্ত্রিক দেশের কাছে স্বীকৃতি দাবী করছে।

*মেজর জিয়াউর রহমান ২৭শে মার্চের স্বাধীনতা ঘোষণা পাঠের ঐতিহাসিক মূল কপিটি নিরাপত্তার কারণে নষ্ট করে ফেলা হয়েছিল। 

Scroll to Top