অনুবাদঃ দ্বীপ অধিকারী
<৬,২৮৪,৪৮৭>
শিরোনাম: বাংলাদেশের ডাক টিকিট
সংবাদপত্রঃ বাংলাদেশ ভলিউম ১: নং.৫
তারিখঃ ২৮ জুলাই ১৯৭১
বাংলাদেশের ডাক টিকিট
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাকটিকেটের প্রথম ইস্যুর আন্তর্জাতিক বিতরণ অনুমোদিত হয়েছে।
বাংলাদেশের ডাকটিকেটের মূল্য সমূহ:
১০ পয়সা. নীল, অত্যুজ্জ্বল লাল, বেগুনী, বাংলাদেশের মানচিত্র।
২০ পয়সা. হলুদ, অত্যুজ্জ্বল লাল, গাঢ় সবুজ, নীল, ১৯৭১ এর ২৫-২৬ মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত গনহত্যার ছবি চিত্রিত।
৫০ পয়সা. orance(বাংলা পেলাম না), হালকা বাদামী, গাঢ় বাদামী, ধূসর, জাতির জনসংখ্যার ৭৫ মিলিয়ন বোঝাতে চক্রাকারে ৭৫ সাজানো।
১ রূপি. হলুদ, অত্যুজ্জ্বল লাল, সবুজ, স্বাধীনতার পতাকা, মানচিত্রে সংঘবদ্ধ বাংলাদেশ।
২ রূপি. নীল, গাঢ় নীল, ম্যাজেন্টা, ১৯৭০ এর নির্বাচন, একটি ব্যালট পেপার যাতে লেখা ‘ফলাফল-১৬৯ আসনের মধ্যে ১৬৭ আসন বাংলাদেশের পক্ষে’।
৩ রূপি. সবুজ, গাঢ় সবুজ, নীল, ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকার ঘোষণা, পশ্চিম পাকিস্তানের শোষণের শৃঙ্খল ভেঙ্গে ফেলার চিত্র।
৫ রূপি. সোনালী, কমলা, গাঢ় বাদামী, শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, বাংলাদেশের রাষ্ট্রপতি।
১০ রূপি. সোনালী, ম্যাজেন্টা, গাঢ় নীল, ‘বাংলাদেশকে কে সমর্থন করুন’ লেখা ডাকটিকেট।