বাংলাদেশের সমর্থনে সভা ও মিছিলের আহ্বান জানিয়ে বাংলাদেশের অ্যাকশন কমিটির প্রচার পত্র

<৪,১৪,২২>

অনুবাদকঃ সমীরণ কুমার বর্মন

শিরোনাম সূত্র তারিখ
১৪। বাংলাদেশের সমর্থনে সভা ও মিছিলের আহ্বান জানিয়ে বাংলাদেশের অ্যাকশন কমিটির প্রচার পত্র অ্যাকশন কমটির প্রচার পত্র ১৭ এপ্রিল,১৯৭১

 

বাংলাদেশ সমর্থনে সভা ও মিছিল

ট্রাফালগার স্কোয়ার, লন্ডন

তাং ১৮ই এপ্রিল, রবিবার

সময়ঃ বেলা ২ঘটিকা

 

-কার্যসূচী-

বেলা ২ ঘটিকায় ট্রাফালগার স্কোয়ারে একত্রিত হওয়ার পর বেলা সাড়ে তিন ঘটিকা পর্যন্ত সভার কার্য চলিবে। তৎপর পাশাপাশি ৫ জন করে লাইন ধরতে হবে এবং প্রতি সারির মাঝখানে ১ ফুট ব্যবধান রাখিয়া অগ্রসর হইতে হইবে। এই ধরণের ১২টি লাইনের পরে আবার তিন ফুটের ব্যবধান থাকিবে। প্রতি ১২ লাইনের জন্য একজন মার্শাল থাকিবে।

মিছিল ট্রাফালগার স্কোয়ার হইতে শুরু হইয়া ডানকান্‌ স্ট্রীট, ল্যাঞ্চাস্টার প্লেস, ওয়াটারলুস ব্রিজ, পার্লিয়ামেন্ট স্ট্রিট, হোয়াইট হল, হর্স গার্ড এভিনিউ হইয়া ভিক্টোরিয়া এমব্যাংকমেন্ট পর্যন্ত অগ্রসর হওয়ার পর টেম্পল প্লেনে আসিয়া শেষ হইবে। পরে প্রত্যেকে স্ব স্ব কোচে প্রত্যাবর্তন করিবেন।

বিঃ দ্রঃ মিছিল হোয়াইট হলের নিকট আসার পর ১০ নং ডাউনিং স্ট্রিট আট সদস্য বিশিষ্ট “ডেলিগেশন” বৃটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে স্মারকলিপি প্রদান করিবেন।

    বাংলাদেশ অ্যাকশন কমিটি

                                             কর্তৃক প্রকাশিত।

৫৫নং ওয়ার্ড ওয়ার্থ রোড,

বার্মিংহাম।

Scroll to Top