জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠানের জন্য মওলানা ভাসানীর প্রস্তাব

<৪,২০৬, ৪৫০>

অনুবাদকঃ মাহীন বারী

শিরোনাম সূত্র তারিখ
২০৬। জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠানের জন্য মওলানা ভাসানীর প্রস্তাব এশিয়ান রেকর্ডার
জুন ২৫-জুলাই ১,
১৯৭১
১৭ মে, ১৯৭১

 

 

জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠানের জন্য মওলানা এ এইচ ভাসানীর প্রস্তাব:

 

ন্যাশনাল আওয়ামী পার্টির নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৭ মে তারিখে জেনারেল ইয়াহিয়া খানের নিকট জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠানের জন্য দাবী জানান।

 

তিনি বলেন পশ্চিম পাকিস্তানী জান্তা এবং অন্যান্য ভারত বিদ্বেষী গোষ্ঠীগুলো বিদ্বেষপূর্ণ প্রচারণা চালাতে পারে। কিন্তু কথা হচ্ছে স্বাধীনতা আদায় এখন বাংলাদেশের সকল ছোট চাষি, কর্মী, ছাত্র, যুবক-যুবতী, বুদ্ধিজীবী এবং সকল শ্রেণীপেশার মানুষের গণদাবীতে পরিণত হয়েছে। ভারত কোনভাবেই এসকল দাবিদাওয়া এবং বিদ্বেষপূর্ণ প্রচারাভিযান যা বংলাদেশে সংঘটিত প্রকৃত ঘটনাবলী দমন করবার জন্য পরিচালিত হচ্ছে এরসাথে জড়িত নয়।

 

তিনি বলেন যদি জেনারেল ইয়াহিয়া খানের এই বিষয়ে কোন সন্দেহ থেকে থাকে তবে তিনি বিশ্বসভার উপস্থিতিতে একটি গণভোটের আয়োজন করেন। শতকরা ৯১ ভাগ মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দিবেন এমনটা তিনি দেখতে পাবেন।

Scroll to Top