৭.১৪২.৪৫৮
শিরোনামঃ ১৪২। সামরিক আদেশ বলে অফিসার ও প্রশাসক নিয়োগ
সূত্রঃ পাকিস্তান অবজারভার
তারিখঃ ৭ এপ্রিল, ১৯৭১
.
এম এল ও নং ১৩৭
চট্টগ্রামে এম.এল.এ এর সংযোগ কর্মকর্তা নিয়োগ
লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান এস.পি.কে,পি.এস.সি,এম.এল.এ, জোন ‘বি’ এম.এল জোন ‘বি’কর্তৃক মার্শাল ল’ আদেশসমূহ। আদেশ নং – ১৩৭
১। আমি, লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান এস.পি.কে, পি.এস.সি, এম.এল.এ, জোন ‘বি’ এতদ্বারা পি.এ-৫৭ ব্রিগেডিয়ার এম.এম.এ বেগ (অবসরপ্রাপ্ত)কে ঠিকানা: হেগ অ্যান্ড কো-স্পেন্সার ভবন,চট্টগ্রাম তাৎক্ষণিকভাবে এম.এল এর সংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ করলাম।
লেফটেন্যান্ট জেনারেল এম.এল.এ জোন ‘বি’ (টিক্কা খান)
স্থান: ঢাকা। তারিখ: ৬ এপ্রিল,৭১
এম এল সেক্টর-৫
উপ-প্রশাসক
লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান এস.পি.কে, পি.এস.সি, এম.এল.এ, জোন ‘বি’ কর্তৃক এম.এল.এ আদেশ
এম এল জোন ‘বি’ আদেশ নং-১৩৬
১। ৬ এপ্রিল,১৯৭১ এ ভাইস-কমডর এ.আর মুনতাজ এস.কে টি.পি.কে, পি.এন(পি.এন-১০০) এবং উপ-প্রশাসক, সেক্টর-৬ (চট্টগ্রাম এবং চট্টগ্রামের পার্বত্য এলাকাসমূহ) অব্যাহতিপ্রাপ্ত হওয়ার কারণে আমি, লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান এস.পি.কে, পি.এস.সি, এম.এল.এ, জোন ‘বি’ এতদ্বারা পিএ-১৬৬০ ব্রিগেডিয়ার সৈয়দ আসগর হাসানকে পি.এস.সি, টি.কিউ.এ এম.এল সেক্টর-৫ এর উপ-প্রশাসক হিসেবে নিয়োগ করছি।
২। এলাকা: পুরো চট্টগ্রাম। চট্টগ্রামের সাধারণ জেলাসমূহ, পার্বত্য এলাকা এবং বন্দর এলাকা এর অন্তর্ভুক্ত।
৩। হেডকোয়ার্টার: চট্টগ্রাম।
৪। এম.এল জোন ‘বি’ আদেশ নং ৮৬ ও ১১৩ বাতিল করা হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল এম.এল.এ জোন ‘বি’ (টিক্কা খান)
স্থান: ঢাকা। তারিখ: ৬ এপ্রিল,৭১।