সামরিক আদালতে বিশ্ববিদ্যালয়ের ৪ জন অধ্যাপকের দন্ড ঘোষণা

৭.২০০.৫৭৫

শিরোনাম সূত্র তারিখ
২০০। সামরিক আদালতে বিশ্ববিদ্যালয়ের  ও ৪ জন অধ্যাপকের দণ্ড ঘোষণা দৈনিক পাকিস্তান ১০ নভেম্বর, ১৯৭১

 

চারজন প্রফেসর দণ্ডিত

ঢাকার বিশেষ সামরিক আদালতে বিশ্ববিদ্যালয়ের চারজন প্রোফেসরকে দণ্ডিত করা হয়েছে এবং তাদের প্রত্যেককে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।

এপিপি পরিবেশিত খবরে বলা হয় যে, তাদের শম্পদের শতকরা পঞ্চাশ ভাগ বাজেয়াপ্ত করারও নিরদেশ দেয়া হয়েছে।

এই চারজন অধ্যাপকের বিচার তাদের অনুপস্থিতিতেই করা হয়েছে।

২৫ নম্বর সামরিক বিধির অধীনে আনীত অভিযোগসমূহের জবাবদানের জন্য তাদেরকে গত ৮ই সেপ্টেম্বর ঢাকার ৬ নম্বর সেক্টরের এসএলএমএ- র আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছিল।

দণ্ডিত প্রফেসরগণ হচ্ছেনঃ

১। প্রফেসর মজাফফর আহমদ চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

২। প্রফেসর আব্দুর রাজ্জাক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

৩। প্রফেসর সারোয়ার মুরশেদ, ইংরেজী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

৪। প্রফেসর মযহারুল ইসলাম, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Scroll to Top