রাজাকার সম্পর্কিত আরো কয়েকটি দলিল

৭.২২৩.৬৬৯ ৬৯৪

শিরোনামঃ ২২৩। রজাকারদের সম্পর্কিত আরও কয়েকটি দলিল

সূত্রঃ সংবাদপত্র

তারিখঃ ১৯৭১

রাজাকারদের বেতন

.

                        এইচকিউ (হেড কোয়ার্টার) এএসএমএলএ যশোর

                        প্রযত্নে , পাক এবিপিও

                        টেলে : মিল – ৯৪

                        এম১ ১৭/এ

                        ৩০ আগস্ট ৭১

 

বরাবর : ডেপুটি কমিশনার

              যশোর

             জেলা সভাপতি , শান্তি কমিটি

             যশোর ।

 

বিষয় : রাজাকারদের বেতন

অনুগ্রহ করে এটা নিশ্চিত করুন যে রাজাকারদের বেতন নিয়মিতভাবে দেওয়া হচ্ছে ।

                                     এসডি/- মোহাম্মদ আমিন

                                     মেজর , এএসএমএলএ

                                     তারিখ: ৭/৯/৭১

মেমো নং – ২২৪ (৮)  

তথ্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কপিটি প্রেরণ করুন :

চেয়ারম্যান

নগর শান্তি কমিটি

যশোর ।

 

                          এসডি/-

        বরাবর- সভাপতি

        জেলা শান্তি কমিটি , যশোর ।

 

    জিলা রাজাকার প্রধানের নির্দেশ

         গতিবিধি আদেশ    

 

এমভিআই মোঃ সেরাজুল ইসলামকে এতোদ্বারা জানানো হইতেছে যে তিনি যেন যথাশিঘ্রই তালতলা ক্যাম্পে রিপোর্ট করেন যেখানে তাকে ক্যাম্পের সংঘটিত রাজাকারদের অনুপ্রেরণাদায়ক প্রশিক্ষণ

প্রদান করিতে হইবে । 

এই বিষয়টি টাঙ্গাইলের এ.এস.এম.এল.এ রাজ মোঃ হাবিবুল্লাহ বাহার এর অনুমোদনপ্রাপ্ত এবং এস/ও সেরাজুল ইসলামের নির্দেশিত ।

.

.

রাজাকার সংগঠন , তাদের প্রশিক্ষণ ও সিলেবাস সম্পর্কে নবম ডিভিশন পুর্বাঞ্চলী কেন্দ্রীয় কম্যান্ডের কয়েকটি দলিল

 

গোপনীয়

        এইচকিউ (হেডকোয়ার্টার) এএসএমএলএ চুয়াডাঙ্গা

        টেল : ১৮৬

        ২৮ অক্টোবর , ৭১

বরাবর : এইচকিউ (হেডকোয়ার্টার) ১৮ পাঞ্জাব

              ওসি ‘ বি ‘ কয়

              বিষয় : সদ্যনিয়োগপ্রাপ্ত রাজাকারগণ

 

হেডকোয়ার্টার ৯ ডিভিশন আইটিআর নং – জি/১৫২৪২/টিআরজি (ট্রেইনিং) ২৩ অক্টোবর ‘৭১ এর কপি এবং  ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার এর আইটিআর নং ৪১৮/৪৮/জিএস (টি) অক্টোবর ৭১ এর কপি , এর সাথে

সাধারণ নির্দেশনাবলি ,সংক্ষিপ্ত পাঠপরিকল্পনা , বিস্তারিত পাঠপরিকল্পনা এবং ট্রেইনিং প্রোগ্রাম (Anx ‘এ’ ‘বি’ ‘সি’ )  রাজাকার ক্যাডারদের নির্দেশনার খাতিরে , এবং আপনার জ্ঞাতসারে প্রেরণ করা হলো এবং

যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল ।

        এসডি/- মেজর

        এএসএমএলএ   

        জয়েন-উল -মালুক

 

গোপনীয়

        হেডকোয়ার্টার ৯ ডিভিশন আইটিআর নং – জি/১৫২৪২/টিআরজি (ট্রেইনিং) ২৩ অক্টোবর ‘৭১ এর কপি

        বিষয় : আমাদের  জি/১৫২৪২ টিআরজি (ট্রেইনিং) ৬ অক্টোবর ‘৭১ তারিখের সম্পর্কে

        প্রশিক্ষনার্থি রাজাকার কমান্ড নিম্নোক্তভাবে সংঘটিত হবে ঃ-

 এ. সেকশন কমান্ড প্রশিক্ষণ

  (১) রাজাকার সম্বলিত প্রত্যেক ইউনিট তার এলাকায় সেকশন কমান্ডের চলাকালীন সময়ে ১০ দিনের জন্য ক্যাডারদের সংগঠিত করবে ।

 (২) সম্পূর্ণ সেকশন কমান্ডের জনবলের এক তৃতীয়াংশ একটি করে ক্যাডারের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত হবে এমনভাবে যেন প্রত্যেক প্লাটুনের জন্য একজন সেকশন কমান্ড থাকে ।

 (৩) প্রথম সেকশন কমান্ড ক্যাডার যথাসম্ভব ২৫ অক্টোবর ১৯৭১ থেকে শুরু হবে।

 (৪) সেকশন কমান্ড প্রশিক্ষণ এর পাঠপরিকল্পনা সংযুক্ত করে দেওয়া হলো ।

 

ঢাকাস্থ ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার এর আইটিআর নং ৪১৮/৪৮/জিএস (টি) অক্টোবর ৭১ এর কপি

বিষয় ঃ সেকশন কমান্ড ক্যাডার – রাজাকারগণ  ।

আমাদের ১৯ অক্টোবর ৭১ তারিখস্থ সিগ জি – ৩৫১৩ এর ৩য় প্যারা সম্পর্কে ।

 

১. উপরোক্ত ক্যাডারদের জন্য সাধারণ নির্দেশনা , সংক্ষিপ্ত পাঠপরিকল্পনা , বিস্তারিত পাঠপরিকল্পনা এবং প্রশিক্ষণ কর্মসূচী এখানে পাঠানো হলো ।

২. প্রশিক্ষণ সংগঠিত হবে ইউনিট / এএসএমএলএ পর্যায়ে । এফেমেন (???) কমান্ডদের অনুরোধ করা যাচ্ছে প্রশিক্ষণ কর্মসূচীর যথাযথ ব্যবহারের জন্য ।

.

.

anx থেকে কপি করো ‘এ’ দপ্তরে পূর্ব Comd আইটিআর নং 418/48 / জিএস 19 (টি) অক্টোবর 71.

দপ্তরে ইস্টার্ন COMD রাজাকার এসইসি COMDS ক্যাডার বল্ক পাঠ্যক্রম

এস / কোন. Subj সময়কাল নির্ধারিত বক্তৃতা / ডেমো. Prectical / প্রাক্তন. মোট 1. ড্রি – 6 6 2. WPN Trg 1 14 15 3. FD প্রকৌশল 3 3 6 4. FD ক্র্যাফট 6 13 19 5 Tacs 20 20 40 6. Ldrship 1 – 1 7. অ্যাডমিরাল 4 – 4 8. মিক্স 1 – –

     মোট 100

RESTD দপ্তরে ইস্টার্ন COMD এসইসি COMDS ক্যাডার রাজাকার | GEN INSTRS.

  1. এইম. রাজাকারদের বায় দক্ষতা উন্নত করার জন্য সেকেন্ড comds যেমন রাজাকার নির্বাচিত ট্রেন থেকে.
  2. স্ট্যান্ডার্ড অর্জন করা. একটি. , অনুপ্রাণিত প্রশিক্ষণ, এবং তার সেকেন্ড দক্ষতার নেতৃত্ব দিতে সক্ষম হবে. খ. মৌলিক মিল জ্ঞান অর্থাত ড্রিল, INF পিএল wpns, FD নৈপুণ্য, আপনি, ক্যাম এবং ঢাকন, অস্র এবং হ্যান্ডলিং ক্রিয়াবিশেষণ হ্যান্ডলিং / খনি ও শরীর ফাঁদ নিরস্ত্র ব্যবহার অর্জন.

  গ. একটি এলওসি ঘন্টা বা ইনস্টলেশন Def জন্য তার সেকেন্ড স্থাপন করতে সক্ষম হবে. ঘ. Const / estb anb maint একটি য় ব্লক. ই. একটি আচরণ পরিকল্পনা অভিযান এবং ওৎ পাতা. চ. Ni এ কাজ করতে সক্ষম হবে. ছ. দেবের উদ্যোগে তার সেকেন্ড প্রদত্ত অন্য কোন এমএসএন চালায়. জ. স্বাস্থ্যকর স্যানিটেশন এবং প্রাথমিক চিকিৎসার উপকরন   

  1. প্রশিক্ষণের সময় সীমা

 একটি. 10 কার্যদিবসের মোট এই ক্যাডারের জন্য ব্যয় করা হবে.

খ. দৈনিক সময়সীমার 45 মিনিট মূল্য- বিকালে 4 সময়সীমার 10 সময়সীমার / Ni.

  1. ব্লক পাঠ্যক্রম, বিস্তারিত পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ অনুষ্ঠান. Anx যেমন ATT. A ও B এবং যথাক্রমে.
  2. সুত্র প্রকাশনা

 একটি. যুদ্ধ-1969 সালে INF Trg ভোল চতুর্থ-INF Pl নগরী

 খ. এন অপস-1968 জন্য INF Trg ভোল চতুর্থ.

 গ. ড্রিলস এবং অনুষ্ঠান 1970 জন্য comd এর শব্দ.

 ঘ. SAS, খনি ও boody যাত্রীর সঙ্গের নিজলটবহর উপর প্রাসঙ্গিক প্রচারপত্র.

 ই. গেরিলা এবং শিল্পী Pwar ভাড়া অধ্যায় 2- 1961.

 চ. ফার্স্ট এইড এর উপকরণ

                                                     প্রেরকঃ

 কমান্ডার কর্নেল জেনারেল ঢাকা ক্যন্টনমেন্ট (মিয়া হাফিজ আহমেদ)

এইচ কিউ প্ররব কমান্ডার

ঢাকা ক্যান্টনমেন্ট

টেলীফণঃ২১২

১৯ অক্টোবর,’৭১

Distr : List ‘B’ ser 1-g & 7

 MLa Zone ‘B’   DG Razakars. 

 

 

এএনএস  ‘বি’ দপ্তরে পূর্ব Comn আইটিআর থেকে ৪১৮/৪৮/ জিএস ১৯ (টি) অক্টোবর ৭১.

.

.

হেড কোয়ার্টার ইস্টার্ন কমান্ড

সেক্টর কমান্ড ক্যাডার- রাজাকারস

ডিটেইল্ড সিলেবাস

 

সিরিয়াল নং বিষয় পিরিয়ড/লেকচার/ডেমো মোট প্রাক্টিক্যাল/পরীক্ষা

 

১. একটি ড্রিল.

ক অস্ত্র দিয়ে ড্রিল                _    ২                       ২

খ হাত দিয়ে অস্ত্র পরিচালনা         –    ২                       ২

গ স্কোয়াড নেয়া                 _    ২                       ২

২. অস্ত্র টার্গেট প্রশিক্ষণ

ক হোল্ডিং, আইমিং এন্ড ফাইয়ারিং অফ রিফেল     –       ২      ২     

খ হেন্ডেলিং অফ স্টেন এন্ড এল এম জি             –       ২      ২     

গ স্ট্রিপিং এন্ড এসেম্বলিং অফ রাইফেল স্টেন এন্ড

এল এম জি                                           –       ২      ২     

ঘ প্রিপ এন্ড রেঞ্জ ইয়ার্ড                               ১       –       ১

ঙ ফায়ারিং ডে                                         –       ৪      ৪     

চ ফায়ারিং নি                                          –       ৪      ৪     

৩. এফডি ইঞ্জিনিয়ারিং

ক ট্রেঞ্চেস এন্ড ডাব্লিউপিএম পিটস, সিটিং

এন্ড ডাইমেনশন্স                                      ১       ১       ২     

খ মাইন টাইপস, লেইং, ডিসার্মিং

এন্ড লিফটিং                                           ১       ১       ২     

গ বডি ট্রাপ্স টাইপ, লেইং, এন্ড

ডিসার্মিং                                               ১       ১       ২     

৪. এফ ডি ক্রাফট

ক ক্যাম এন্ড কন্সেল্মেন্ট                               ১       ২      ২

খ ইউজ অফ গ্রাউন্ড এন্ড কাভার                     ১       ১       ২     

গ এফ ডি সিগস                                      ১       ১       ২     

ঘ সেক এফেমেনেস                                   ১       ২      ৩     

ঙ ইন্ডিভিজুয়াল স্টক বাই ডে এন্ড নীল              ১       ৩      ৪

চ সিলেকশন অফ লাইন অফ এডভান্স এন্ড

মুভ বাই ডে                                           ১       ৩      ৪     

৫. ট্যাক

ক ইস্যু অফ ভিওস                                   ১       ১       ২     

খ পিট এলেস

১. টাইপ্স অফ প্টিএল                        ১       –       ১      

২. পিটিএল এইডিয়ারস অর্ডার               ১       ১       ২     

৩. প্লানিং রিহার্সেল এন্ড কন্ডাক্ট অফ

ক. রেসি পিটিএল                             ২      –       ২     

খ. ফাইটিং পিটিএল                           ২      –       ২     

গ. এক্স ইন প্যাট্রলিং                         –       ৪      ৪     

গ. অ্যামবুশ

        ১. সিলেকশন অফ সাইট                     ২      –       ২     

        ২. পার্টিস এন্ড দেয়ার টাস্ক                    ২      –       ২     

        ৩. প্লানিং এন্ড অর্ডারস                        ২      –       ২     

        ৪. এফডি এক্স রেইড                         –       ৪      ৪     

ঘ. রেইড

        ১. পার্টিস এন্ড দেয়ার তাস্কস                         ২      –       ২     

(2) Planning and orders 2 – 2

(3) Fd ex raid – 4 4

  1. Rd Blocks

(1) Characteristics 1 – 1

(2) Covering -/def of rd block 1 – 1

(3) Fd ex- constr/ manning a rd – 2 2

block

  1. GW Introduction to GW and anti 1 – 1

guerilla ops

  1. Def

(1) Use of ground and F of Fs 2 – 2

(2) All round def, listening posts 2 – 2

And alarm system

(3) Def of a small br of instl 2 – 2

(4) Sentry duties 2 – 2

(5) Fd ex – def – 4 4

  1. Ldrship 1 – 1
  2. Adm 2 – 2
  3. Care of arms, ammo and eqpt
  4. Hygiene, sanitation, first aid and 2 – 2

disposal of cas

  1. Misc. Org of rifle pl 1 – 1

Directed to accompany him.

Sd/Illegible

District Adjutant of Razakars

Tangail.

Memo No. 512 – (2)- Raz, dated 2.10.71

Copy forwarded to :- …..

.

.

জনৈক রাজাকারের স্বাক্ষরিত শপথ

.

‘এ’

প্রতি এইচ কিউ এমএলএ জোন বি

আইটিআর নং ১২০০/৩ এমএল

অফ ০২ অক্টো’ ৭১

.

তফসিল খ

শপথনামা

(রুল ১৬)

আমি আবুল কাশিম ______ পিতা _____ হাসান আলি মোল্লাহ ঠিকানা ____ গ্রামঃ মধুপুর, পোষ্ট অফিসঃ বেঘটিয়া, জেলাঃ যশোর শপথ করছি যে এই মূহুর্ত থেকে আমি আমার ধর্মীয় রীতিনীতির অনুসরণ করব এবং দেশ ও সমাজের সেবায় আমার জীবন উৎসর্গ করব। আমার অগ্রজদের দেয়া সব আইনসম্মত আদেশ পালন করব এবং সেসব বাস্তবায়ন করব। আমি আইন দ্বারা প্রণীত পাকিস্তানের সংবিধানের প্রতি অনুগত থাকব এবং প্রয়োজনবোধে নিজের জীবন দিয়ে পাকিস্তানকে রক্ষা করব।

স্বাক্ষর/-

আবুল কাসিম

 

৩১ অক্টোবর, ১৯৭১; আমার উপস্থিতিতে এই শপথ নেয়া হয়েছে।

স্বাক্ষর- অস্পষ্ট

সহকারী কমান্ড্যান্ট

নড়াইল সাব- ডিভিশন

যশোর জেলা।

.

জনৈক প্রশিক্ষণপ্রাপ্ত রাজাকারের সনদপত্র

.

পূর্বাঞ্চল/ ইস্টার্ন কমান্ড

রাজাকারদের যুদ্ধ প্রশিক্ষণ স্কুল

দক্ষতা সনদপত্র

এতদ্বারা প্রত্যয়ন করা যাচ্ছে যে, রাজাকার নং ____ নামঃ রকিব উদ্দিন ___ পিতাঃ মৃত হাজী তুফাজ উদ্দিন মল্লাহ পোষ্ট অফিসঃ দৌলতপুর সাব ডিভিশনঃ খুলনা সদর জেলাঃ খুলনা ০৩ নভেম্বর’৭১ থেকে ১৭ নভেম্বর ’৭১ পর্যন্ত সেনাবাহিনী যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত রাজাকার প্লাটুন কমান্ডার কোর্স-  এ অংশ নিয়েছেন।

১. সাধারণ মন্তব্যঃ

– অত্যন্ত উদ্দীপ্ত, পরিশ্রমী এবং ধার্মীক।

– ফেজ ওয়ান কমান্ডার হবার যোগ্য।

২. লক্ষ্য অর্জনঃ

– রাজাকার ফেজ ওয়ান কমান্ডার হবার যোগ্য।

৩. গার্ডিংঃ

– মাঝামাঝি ধরণের

 

ছাত্রের স্বাক্ষর/-

রকিব উদ্দিন

 

স্বক্ষরিত

(নজর হুসাইন)

মেজর

আর্মি ব্যাটেল স্কুল

.

একজন রাজাকারের পরিচয় পত্র

 

ইহা এই মর্মে প্রদান করা হলো যে, জনাব হারুন-উর-রশিদ খান এস/ও আব্দুল আজিম খান.৩৬, পুরান পল্টন লেন, ঢাকা-২ আমাদের একজন সক্রিয় কর্মী। সে একজন খাঁটি পাকিস্তানী এবং নির্ভরশীল। সে একজন প্রশিক্ষিত রাজাকার। তার নামে ইস্যুকৃত রাইফেল নাম্বার ৭৭৬…অ্যামুনিশনের সহিত আত্মরক্ষার জন্য।

এসডি/ দায়িত্তে

ইনচার্জ

রাজাকার এবং মুজাহিদ

জামাত-ই-ইসলামি

৯১/৯২,সিদ্দিক বাজার,ঢাকা।

Scroll to Top