পাকিস্তান – একটি ভগ্নপ্রায় স্বপ্ন

শিরোনাম সূত্র তারিখ
৩৪। পাকিস্তান – একটি ভগ্নপ্রায় স্বপ্ন     সেন্ট লুই পোস্ট ডিসপ্যাচ ২৯ এপ্রিল , ১৯৭১

 

Prodip Mitra

<১৪, ৩৪, ৭৯৮২>

 

সেন্ট লুই পোস্ট ডিসপ্যাচ  – ২৯ এপ্রিল, ১৯৭১

পাকিস্তান একটি ভগ্নপ্রায় স্বপ্ন

পাকিস্থানের ভবিষ্যৎ এখন অস্পষ্ট হলেও, পুরোন সমাজব্যবস্থা দৃশ্যত অবসান হয়েছে। ভারতীয় উপমহাদেশের প্রধান তিন নেতার অন্যতম, মোহাম্মদ আলী জিন্নাহ, যার উদ্ভব ১৯৪০ এর দশকের মাঝামাঝি ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসানের সময় ঘটে, তার স্বপ্ন পাকিস্তানের পূর্ব ও পশ্চিম ভাগের মধ্যে চলমান গৃহযুদ্ধে শেষ হয়ে যাচ্ছে। এই ঘটনা কেন  আরো আগেই হয়নি, সেটাই বিস্ময়ের কথা। হিন্দু-মুসলমান বিরোধের সূত্র ধরে একথা বলা কঠিন এ নেহেরু ও গান্ধী তাদের অবস্থানে সঠিক ছিলেন, তবে একথাও সত্য যে ইন্ডিয়া গত এক প্রজন্ম সময় ধরে শান্তিপূর্ণ অবস্থায় আছে; তাদের রাষ্ট্রব্যবস্থা পরিণত এবং তা তাদের দেশের প্রধানমন্ত্রী ইন্দিরাগান্ধীর উপর বিস্ময়কর আস্থা হতে প্রমাণিত হয়। এবং অপরপক্ষে পাকিস্তান তাদের ইতিহাসে সামরিক একনায়কতন্ত্রেই ঘুরপাক খাচ্ছে। তাদের সরকার ট্যাংক ও সামরিক বিমান পাঠিয়ে ভিনয়মতাবলম্বী জনতাকে আক্রমণ করতে পারত।

 

সৌভাগ্যক্রমে ভারত এখনো প্রতিবেশী দেশের বিবাদে জড়ানোর ইচ্ছা দেখায়নি, যদিও স্বাভাবিকভাবেই ইন্দিরা গান্ধী পূর্বপাকিস্তানের পক্ষ সমর্থনের  কথা বলেন। আসলে সামরিকতন্ত্রী পশ্চিমপাকিস্তানই গত কুড়ি বছর ধরে ভারতের সাথে বিভেদে জড়িয়েছিল।

 

Scroll to Top