apd5

আমিনুল হক পলাশ

একটা জাতি যদি তার জন্ম ইতিহাস সঠিকভাবে না জানে তাহলে তার মাঝে স্বকীয় জাতিস্বত্তা গড়ে উঠে না। আমরা জাতি হিসেবে একই সাথে ভাগ্যবান ও দূর্ভাগা। ভাগ্যবান এই কারণে যে আমাদের রয়েছে এক গৌরবজ্জ্বল জন্ম ইতিহাস, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। এর পরতে পরতে জড়িয়ে আছে বাঙ্গালি জাতির ত্যাগ, সংগ্রাম ও বীরত্বগাথা। একই সাথে আমরা দূর্ভাগা কেন না এই জন্ম ইতিহাসকে বার বার বিকৃত করা হয়েছে, ভুলভাবে ব্যবচ্ছেদ করা হয়েছে। তথ্য প্রযুক্তির এই যুগে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অনলাইনে সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্যই আমাদের যুদ্ধদলিল প্রজেক্টের কাজ শুরু হয়েছিল। শুরু থেকেই এই প্রজেক্টে থাকতে পারার জন্য যেমন গর্ববোধ আছে, ঠিক তেমনই ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততায় যথেষ্ট সময় দিতে না পারার জন্য লজ্জাবোধও রয়েছে। এই প্রজেক্টের সাথে জড়িত সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা।