apd6

আলিমুল ফয়সাল

অনলাইনে মহান মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করার প্রয়াস এটাই প্রথম নয়। ইতিঃ:পূর্বে অনেকেই এককভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কাজ করেছেন, মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি আমাদের সাথে শেয়ার করেছেন, সেই সাথে কেউ কেউ শুনিয়েছেন মুক্তিযুদ্ধের ‘গল্প’। জাতি হিসেবে আমরা বড়ই দুর্ভাগা। কেননা আমাদের আমাদের কারণেই আজ ‘মুক্তিযুদ্ধ’ আর ‘বিতর্ক’ শব্দ দুটো প্রায় সমার্থক হয়ে দাঁড়িয়েছে। তাই বিভিন্ন সময়ে বিতর্কিত হয়েছে সেই মুক্তিযুদ্ধের উপর কাজগুলো আর দুঃখজনকভাবে সেই সাথে বিতর্কে জড়িয়েছে সেই মানুষগুলো। কাউকে বা বিতর্কে জড়ানো হয়েছে রাজনৈতিক পরিচয়ে, কেউ কেউ আবার নিজেই বিতর্কে জড়িয়েছেন ব্যক্তিগত জীবন নিয়ে। সেইদিক থেকে এই প্রজেক্ট পুরোটাই আলাদা। এইবারই প্রথম মুক্তিযুদ্ধ ইস্যুতে সমন্বিত ভাবে কাজ করা হচ্ছে। এই প্রজেক্টের সবচাইতে শক্তিশালী দিক হচ্ছে সবাই একটি অভিন্ন দলিলকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছে। ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধঃ দলিলপত্র’ এমন একটি সংকলন, যা বিভিন্ন রাজনৈতিক সরকারের সময়কালের ঝড়ঝাপ্টা পেরিয়েছে ইতোমধ্যেই। তাই ১৫ খন্ডের এই সুপরিসর দলিলগুলো মুক্তিযুদ্ধের ইতিহাস জানার জন্যে অনন্য। এই প্রজেক্টের আরেকটি শক্তিশালী দিক হলো, এর পেছনে দেশের এবং বহিঃবিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অসংখ্য মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। ব্যক্তিগতভাবে কারো সাথে কারো পরিচয় নাই, যা এই প্রজেক্টকে দিয়েছে অন্যরকম গতিশীলতা। এই প্রজেক্টে আমার আসার সিদ্ধান্ত কঠিন ছিল না। মূলত মুক্তিযুদ্ধ সম্পর্কে নিজের জানার আগ্রহে আসলেও, ‘ইঞ্জিনিয়ার লিও’ নামক না দেখা মানুষটার শক্ত প্রভাব অস্বীকার করার উপায় নাই। আমার মতো একজন মানুষকে এমন একটা মহান উদ্যোগে অংশীদার করার জন্যে আমি কৃতজ্ঞ। সর্বোচ্চ চেষ্টা থাকবে নিজ অবস্থান থেকে প্রজেক্টকে আরো সমৃদ্ধ করার। ধন্যবাদ।