গুলি ও নির্যাতনের প্রতিবাদে ছাত্র সমাজের আহবানে তিন দিন ব্যাপী সারা প্রদেশে শোক দিবস

<2.30.188>

 

 

পাকিস্তান অবজারভার

১৮ সেপ্টেম্বর, ১৯৬২

তিন দিনের শোক: সাধারণ ধর্মঘট আজ

 

লাঠি চার্জ এবং গতকাল পুলিশের গুলিতে মর্মান্তিক পরিণতি প্রাপ্তিতে, ছাত্রদের সিদ্ধান্তে তিন দিনের শোক পালন, আজ(মঙ্গলবার) থেকে শুরু হয়েছে, পিপিএ রিপোর্ট।

তারা আরও সিদ্ধান্ত নিয়েছে যে, প্রদেশ ব্যাপী আজও(মঙ্গলবার) সাধারণ হরতাল অব্যাহত থাকবে।

শোকাবহ এই তিন দিনে, ছাত্ররা কালো ব্যাজ পরিধান করবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং হোষ্টেলে কালো পতাকা উত্তোলন করা হবে।