ছাত্র উপস্থিতির দৈনিক রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগের চিঠি

৭.১৮১.৫২৫

শিরোনামঃ ১৮১। ছাত্র উপস্থিতির দৈনিক রিপোর্ট প্রেরণ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগের আরো একটি জরুরী চিঠি।
সূত্রঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলিলপত্র; উদ্ধৃতঃ এক্সপেরিয়েন্স-প্রাগুক্ত
তারিখঃ ৩ সেপ্টেম্বর, ১৯৭১

 

নং. বি/৬০১৮-৫৩ খুব জরুরী জ্ঞাপন
নিবন্ধন অফিস
তৃতীয় অনুস্মরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা-২
তারিখঃ ৩ সেপ্টেম্বর, ১৯৭১
.

প্রাপক
সকল বিভাগীয় প্রধান
পরিচালকমণ্ডলী
ঢাকা বিশ্ববিদ্যালয়
বিষয়ঃ ছাত্রদের উপস্থিতি

মহোদয়,
আপনার দৃষ্টি আকর্ষণ করছি  অফিস পত্র নং. সি/৭৩৮১৯, ২রা জুন, ১৯৭১ এবং পরবর্তী অনুস্মরণ নং. ২৪০০-৪৪০, ২রা আগস্ট, ১৯৭১ এবং নং. ৩০৫৪-৯৫, ৬ই আগস্ট, ১৯৭১ – এ উল্লেখিত বিষয়গুলোতে। আমি আপনাকে জানাতে চাচ্ছি যে,  অফিসে কিছু বিভাগের অধীন ছাত্রদের উপস্থিতির রিপোর্ট জমা দেয়া হচ্ছেনা, এমনকি পরের দিন দুপুরেও রিপোর্ট দেয়া হচ্ছেনা।

আপনার নিকট বিশেষ প্রার্থনা এই যে, আগামীকল্য সকাল ১০টার মধ্যে ছাত্রদের উপস্থিতির রিপোর্ট এই অফিসে প্রেরণ করবেন যেন অফিস থেকে সঠিক সময়ে রিপোর্টসমূহ সরকারের নিকট  হস্তান্তর করতে পারা যায়।

আপনার বিশ্বস্ত,
এসডি/ইলেজিবল
 নিবন্ধক
৩.৯.৭১

Scroll to Top