ছাত্রদের দৈনিক উপস্থিতির হার পাঠানোর জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের স্মারকপত্র

৭.১৬৬.৪৮৬

শিরোনাম সূত্র তারিখ
১৬৬। ছাত্রদের দৈনিক উপস্থিতির হার পাঠানোর জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের স্মারকপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলিলপত্র উদ্ধৃতঃ এন এক্সপেরিয়েন্স – প্রাগুক্ত ৬ আগস্ট  ১৯৭১

 

নং- ৩০৫৪৫

রেজিস্ট্রারের কার্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা – ২

তারিখ: ঢাকা, ৬ আগস্ট ১৯৭১
অতীব জরুরী/এক্সপ্রেস
২য় তাগিদ পত্র

 

প্রাপকঃ ১। সকল বিভাগীয় প্রধান
২। ইন্সটিটিউট পরিচালক
ঢাকাবিশ্ববিদ্যালয়।

জনাব,

        অত্র অফিসে আগত পত্র নং সি/৭৩৮১৯, তারিখ: ২/০৬/১৯৭১ খ্রিঃ এবং পরবর্তী তাগিদ পত্রনং- ২৪০০-৪৪০, তারিখঃ ৬/৮/১৯৭১ খ্রিঃ এ উল্লিখিত বিষয়ের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, কিছু কিছু বিভাগ থেকে শিক্ষার্থী উপস্থিতির দৈনিক প্রতিবেদন পরদিন সকাল ১১:০০ টা বাজেও অত্র দপ্তরে পেশ করা হয়না।

        এমতাবস্থায় সকল একত্রীকৃত প্রতিবেদন যাতে যথাসময়ে সরকারের কাছে অগ্রায়ন করা যায় সেজন্য আপনাকে প্রতিদিন শিক্ষার্থী উপস্থিতির প্রতিবেদন পরদিন সকাল ১১:০০ টার মধ্যে পাঠাাবার জন্য অনুরোধ করা হল।

 

আপনারবিশ্বস্ত
(স্বাক্ষরিত/অস্পষ্ট)
রেজিস্ট্রার
ঢাকাবিশ্ববিদ্যালয়।

Scroll to Top