জেলা শহরে পাকিস্তানের স্বাধীনতার দিবস পালনের একটি কর্মসূচী

শিরোনামঃ ১৭০। জেলা শহর পাকিস্তানের স্বাধীনতা দিবস পালনের একটি কর্মসূচী

সূত্রঃ সরকারী দলিলপত্র জনসংযোগ বিভাগ দিনাজপুর

তারিখঃ ১৩ আগস্ট, ১৯৭১

.

স্বাধীনতা দিবস পালন উপলক্ষে নূতন প্রোগ্রাম

.

অদ্য ১৩ই আগষ্ট শক্রবার বিকেল ৩-৩০ মিঃ টাউন হল হইতে এক শোভাযাত্রা বাহির হইবে এবং শহর প্রদক্ষিণ করিবে। মহল্লা শান্তি কমিটির সভ্যগণকে নিজ নিজ এলাকা হইতে লোকজনসহ ৩টার মধ্যে টাউন হলে উপস্থিত হইতে বলা হইতেছে।

    ১৪ই আগষ্ট শনবার স্পকাল ৬টায় সমস্ত সরকারি ও বেসরকারি ভবনে পাকিস্তানী পতাকা উত্তোলন।

    সলার ৬টা হইতে দুপুর ১টা পর্যন্ত সমস্ত মসজিদে কোরান পাঠ।

    সকাল ৭টায় স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা পতাকা উত্তোলন, সমস্ত স্কুলের ছাত্র জিলা স্কুলে সমবেত হইবে এবং সমস্ত স্কুলের ছাত্রী সরকারী গার্লস স্কুলে সমবেত হইয়া জাতীয় সঙ্গীত সহকারে পতাকা উত্তোলন করিবে।

    সকাল ৯টায় পুলিশ লাইনে রাজাকার ও পুলিশ বাহিনীর র‍্যালি ও প্যারেড সকল সরকারী কর্মচারী ও জনসাধারণকে উক্ত স্থানে উপস্থিত হওয়ার জন্য বলা যাইতেছে।

    সকাল ১০টায় স্কুলের ছাত্র ও ছাত্রীদের জন্য বিনামূল্যে সিনেমা শো। ছাত্রদের জন্য সিনেমা বোস্তান ছাত্রীদের জন্য মডার্ন সিনেমা।

দুপুর ১-৩০মিঃ সমস্ত মসজিদে পাকিস্তানের সমৃদ্ধি ও উন্নতি কামনা করিয়া বিশেষ মোনাজাত। মন্দির ও গির্জায় অনুরূপ প্রার্থনা।

    বিকাল ২টায় মহিলাদের মিলাদ মাহফিল, নিউ টাউনের জন্য নিউ টাউন প্রাইমারি স্কুল ও অন্য এলাকার জন্য সরকারি গার্লস স্কুল।

    বিকাল ৪টায় টাউন হলে জনসভা।

    সন্ধ্যা ৭টায় সমস্ত সরকারি ও বেসরকারি ভবনে আলোক সজ্জা। শ্রেষ্ঠ বিবেচিত বেসরকারি ভবনে আলোকসজ্জার জন্য পুরষ্কার দেওয়া হইবে।

    প্রথম পুরষ্কার ১০০ টাকা, দ্বিতীয় পুরষ্কার ৭৫ টাকা,ও তৃতীয় পুরষ্কার ৫০ টাকা।

    আজ রাত ১০-৩০ মিঃ হইতে সকাল ৪টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকিবে। উক্ত সময়ের মধ্যে কাহাকেও ঘরের নাইরে কিংবা রাস্তায় পাওয়া গেলে গুলি করা হইবে।

বাই অর্ডার

সামরিক আইন প্রশাসক

দিনাজপুর

Scroll to Top