<2.175.698>
শিরোনাম | সূত্র | তারিখ |
টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ | মর্নিং নিউজ | ৭ মার্চ, ১৯৭১ |
টিক্কা খান, পূর্ব পাকিস্তানের গভর্নর
প্রধান সামরিক আইন প্রশাসক কর্তৃক ৬ই মার্চ ১৯৭১ ঘোষিত
লে জেনারেল টিক্কা খানকে রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত করে, এখানে আজ এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।
মন্ত্রীপরিষদ বিভাগ হতে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়ঃ “১৯৬৯ সালের মার্চের ২৫তম দিনের ইশতিহার অনুযায়ী রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবেলে জেনারেল টিক্কা খান, এস পিকে’কে নিযুক্ত করে আনন্দিত, অস্থায়ী সাংবিধানিক আদেশ।”
মন্ত্রীপরিষদ বিভাগ হতে প্রচারিত আরেকটি বিজ্ঞপ্তিতে আজ বলা হয় যে ভাইস-এডমিরাল এস এম আহসানকে পূর্ব পাকিস্তান প্রদেশের গভর্নরের ক্ষমতা থেকে ১লা মার্চ ১৯৭১ এর পূর্বাহ্ণ হতে অব্যাহতি দেয়া হল।