৭.২১৫.৫৯৭
শিরোনামঃ ২১৫। পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে গভর্ণর এ, এম, মালিক ও তার মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগ পত্র
সূত্রঃ এডভোকেট আমিনুল হক
তারিখঃ ১৪ ডিসেম্বর, ১৯৭১
.
টু দ্যা প্রেসিডেন্ট অফ পাকিস্তান
দেশে আর যাতে রক্তপাত না হয় সে কামনায় আমরা নিম্নলিখিত ব্যাক্তিবর্গ সরকারী সকল কার্যালয় এবং সরকারের মন্ত্রিসভার সকল কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। এর পর থেকে সরকারের সাথে আমাদের কোন ধরণের সংশ্লিষ্টতা থাকবেনা।
স্বাঃ / =
এ.এম. মালেক
১৪-১২-৭১
আবুল কাশেম
১৪-১২-৭১
এ.এস.এম সুলাইমান
১৪-১২-৭১
নওয়াজেশ আহমেদ
১৪-১২-৭১
এ আহমেদ
১৪-১২-৭১
এম.ইউসুফ
১৪-১২-৭১
মো. ইসহাক
১৪-১২-৭১
মুজিবুর রহমান
১৪-১২-৭১
জসিমউদ্দীন আহমেদ
১৪-১২-৭১
মো. ওবায়দুল্লাহ মজুমদার
১৪-১২-৭১
এ.কে. মোশাররফ হুসাইন
১৪-১২-৭১
আব্বাস আলী খান
১৪-১২-৭১