যুদ্ধ পরিস্থিতি রিপোর্টঃ শিকারপুর সাব সেক্টর

শিরনাম উৎস তারিখ
২৪। যুদ্ধ পরিস্থিতি রিপোর্ট শিকারপুর সাব সেক্টর ৮ নং সেক্টরের দলিলপত্র ১৯৭১

 

ট্রান্সলেটেড বাইঃ Razibul Bari Palash

<১১, ২৪, ৩৯২-৩৯৩>

 

 

ক্রমিক নং

 

সূত্র নম্বর ও তারিখ

 

তথ্য অন্তর্ভুক্তির তারিখ ঘটনা
1 সাইট্রেপ নং ১

০৬১০০০       

৬-৬-৭১        ০৫২১০০ টায় ১ টি সেকশন প্রাগপুর ভেড়ামারা রাস্তায় পাঠানো হত। আরেকটি পাঠানো হত প্রাগপুর-বামুন্দি রাস্তায়।
সাইট্রেপ ৩

০৮০৩০০

৮-৬-৭১ আমাদের সৈন্যতেকালা ফেরী জি আর ৬৪৬৫৩৪ এম/এস ৭৯ এ/১৩ ধ্বংস করে।

 

জি ০০০১

১৪০৮০০

১৪-০৬-৭১ আমাদের বাহিনী সাতিওন পাঠানো হয় ১৩৬৭১ টায় এবং গাংনি পুলিশ তাদের আক্রমণ করে। ২ জন কনস্টেবল মারা যায়, ১ জন এস আই, ১ জন এ এস আই ও ৩ জন কনস্টেবল এরেস্ট হয়।

জব্দ মালামাল-

এমকে রাইফেল ৪-৫ (কে এস টি ৫৭ এ) ৯০ সি সি মটর সাইকেল ১ টা

এরেস্ট-

১। এস আই মো আব্দুস সাত্তার অসি গাংনি

২। এ এস আই ৩৫৫ আবু হাশেম

৩। সি/ ১০৪ ইমাম উদ্দিন

৪। সি/৩৪৭ মো নুরাল ইসলাম

৫। সি/ ২৫৮ আন্দুল খালেক

৬। সি/ ৪৯ ফাইজুদ্দিন ০ মৃত

৭। সি। ৯৪ শাফিকুজ্জামান

 

জি ০০০২

১৪১০০০

১৫-৬-৭১ প্রাগপুরে ৭ জনের একটি দল পাঠানো হত টেলিফোন লাইন ধ্বংস করার জন্য। লাইন কাটা হয়।

 

জি ০০০২

১৪১০০০

১৬-৬-৭১ ১৬ জিন ৭১ কাজিপুর এস কিউ ৬০৫৩ এম/এস ৭৯ এ/৯ এ আক্রমণ হয়। পাক আর্মি ৮১ মি মি মর্টার ইউজ করে।

 

জি ০০০৬

১৭০৭০০

১৭-০৬-৭১

১৫৩০ টা

১৬-৬-৭১ তারিখ ০৩০০ টায় দৌলতপুরে এস কিউ ৬০৫৩ এম/এস ৭৯ এ/৯ আক্রমণ করে ৩ কনস্টেবল নিহত করা হয়।

 

জি ০০০৭

১৭০৯০০

১৭-৬-৭১

১৫৩০ টা

কাজিপুর ঘাঁটে পাক আর্মি আক্রমণ করে। আমরা তাদের পিছু হটতে বাধ্য করি। আমাদের বাহিনীর মনোবল বাড়ে।

 

জি ০০০৮

১৭১৭০০

১৮-৬-৭১ ১৫ জুন ০৩০০ টায় আমাদের বাহিনী গরুরাতে এস কিউ ৬১৬১ এম/এস ৭৯ ডি/১৬ অ্যামবুশ করে। ১৭ জন শত্রু নিহত হয়। ৩ টোনার ডজ পার্টি ক্ষতিগ্রস্ত হয়।

 

জি ০০১১

১৮-০৭-৭১

১৮-৬-৭১ কাজিপুরে ১৭০২ টায় শত্রুরা আমাদের আক্রমণ করে। আমরা জবাব দেই। তাদের ১১ জন হতাহত হয়।

 

১০ জি এক্সক্সক্স

১৯১৮০০

২০-৬-৭১ শত্রুরা কাজিপুর জি আর ৬২৮৫৩৫ মর্টার ও আর্টিলারি দিয়ে আমাদের আক্রমণ করে। আমরা অবস্থান পরিবর্তন করি। তাদের প্রচুর হতাহত হয়। আমাদের কিছু হয়নি।

 

১১ জি ০০২৬

২০২০০০

২০-৬-৭১ ১৯ জুন ৭১ আক্রমণ চলতে থাকে। জানা যায় শত্রুদের ৩ ট্রাক লাশ বহন করে নিয়ে গেছে।

 

১২ জি ০০২৫

২১০৯০০

২০-৬-৭১ ১৯-৬-৭১ ৪ জনকে প্রাগপুরে পাঠানো হয়। গ্রেনেড দিয়ে বি ও পি বাঙ্কার আক্রমণ করা হয়। শত্রুদের ৫ জন হতাহত হয়। আমাদের দিকে সমস্যা হয়নি।

 

Scroll to Top