সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার প্রতিবাদে সাংবাদিকদের মিছিল ও সভা

<2.71.397>

শিরোনাম সূত্র তারিখ
সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার প্রতিবাদে

সাংবাদিকদের মিছিল ও সভা

দৈনিক সংবাদ ২ ডিসেম্বর, ১৯৬৮

 

সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার প্রতিবাদে

ঢাকায় সাংবাদিক সংবাদপত্রসেবীদের সভা

বিক্ষোভ মিছিল

 

          সংবাদপত্রের স্বাধীনতার দাবীতে পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের আহবানে গতকল্য (রবিবার) প্রেসক্লাব প্রাঙ্গণে সংবাদপত্রে নিয়োজিত ঢাকায় কার্যরত সাংবাদিক, কর্মচারী ও প্রেস কর্মচারী এবং হকারদের একটি সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সমাবেশ শেষে সাংবাদিক ও সংবাদপত্রসেবীদের একটি দীর্ষ মিছিল রাজপথে নামিয়া আসে। মিছিলকারীগণ সংবাদপত্রের স্বাধীনতা, পূর্ণ মৌলিক অধিকার প্রতিষ্ঠা, জরুরী অবস্থা প্রত্যাহার, দেশরক্ষা বিধি, প্রেস অর্ডিন্যান্সসহ সকল কালাকানুন বাতিল, সংগ্রামের মাঝে পূর্ব-পশ্চিম পাকিস্তান এক হও, নিয়ন্ত্রণমূলক নির্দেশ প্রত্যাহার, ইত্তেফাক ছাপাখানার বাজেয়াপ্তি প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তির দাবীতে গভর্ণর হাউজের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেন।

 

          সমাবেশে সংবাদপত্রের স্বাধীনতার দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানাইয়া বক্তৃতা করেন পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মিনহাজ বার্না, ইত্তেফাক সম্পাদক জনাব তফজ্জল হোসেন, ই,পি,ইউ,জে’র প্রাক্তন সাধারণ সম্পাদক জনাব আলী আশরাফ, প্রেসক্লাব সভাপতি জনাব এ,বি,এম, মূসা এবং সভাপতি জনাব শহীদুল্লাহ কায়সার ও সম্পাদক জনাব আতাউস সামাদ।

Scroll to Top