স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম গঠনের আহবান

<2.182.711>

                      পূর্ব পাকিস্তান ছাত্রলীগ

                          কেন্দ্রীয়  সংসদ

                             প্রস্তাবাবলী

                                                                                                                            ৪২, বলাকা ভবন

                                                                                                                                 ঢাকা – ২

                                                                                                                    তারিখ  ৮ ই মার্চ  , ১৯৭১

 

অদ্যকার এই সভা আগামী  কাউন্সিল অধিবেশন পর্যন্ত পর্যন্ত পূর্ব পাকিস্তান ছাত্রলীগের পরিবর্তে শুধুমাত্র  ‘ ছাত্রলীগ ‘ নাম ব্যাবহৃত হইবে।

 

প্রত্যেক জেলা শহর হতে প্রাথমিক শাখা পর্যন্ত শাখার সভাপতিকে আহবায়ক , সাধারণ সম্পাদককে সম্পাদক করিয়া এবং ৯ জন সদস্য সর্বমোট ১১ জনকে নিয়া “ স্বাধীন বাঙলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ “ গঠন করার প্রস্তাব গ্রহণ করিতেছে। সংগ্রাম পরিষদ গঠনের ব্যাপারে কলেজ ছাত্র সংসদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করার নির্দেশ প্রদান করিতেছে ।

 

প্রত্যেকটি শাখাকে তাহার আওতাভুক্ত এলাকায় আঞ্চলিক সংগ্রাম পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহন করিতেছে।

 

বটতলা ও পল্টনের জনসভার প্রস্তাবাবলী এক নম্বর ইস্তাহার এই সভার প্রস্তাব হিসেবে গ্রহন করা হইল ।

 

প্রত্যেক জেলা শাখাকে জরুরী কাউন্সিল সভা আহবান করিয়া ছাত্রলীগের এই কেন্দ্রীয় সংসদকে অনির্দিষ্টকালের জন্য দায়িত্ব পালনের অনুমতি প্রদানের ব্যাবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়ার জন্য নির্দেশ প্রদান করিতেছে ।

 

যে সকল জেলায় জেলা শাখা নাই , সেখানে সভাপতি ও সাধারণ সম্পাদককে সরাসরিভাবে সেই সকল জেলায় সংগ্রাম পরিষদ গঠন করার দায়িত্বভার অর্পন করিতেছে ।

 

দেশের সকল প্রেক্ষাগৃহে পাকিস্তানী পতাকা প্রদর্শন , পাকিস্তান সংগীত বাজানো এবং উর্দু বই প্রদর্শন বন্ধ রাখার ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করিতেছে এবং বঙ্গবন্ধু নির্দেশিত সিনেমা কর প্রদান না করার সিদ্ধান্ত গ্রহন করিতেছে । 

 

Scroll to Top