১৭ই সেপ্টেম্বর “শিক্ষা দিবস” পালন করুণ

<2,38,224>
১৭ই সেপ্টেম্বর “শিক্ষা দিবস ” পালন করুন।
সূত্র : পূর্ব পাকিস্তান সংগ্রামী ছাত্র সমাজের প্রচারপত্র।
তারিখ : সেপ্টেম্বর, ১৯৬৩ সতেরই সেপ্টেম্বর ‘ শিক্ষা দিবস ‘ পালন করুন।
সংগ্রামী ভাই – বোনেরা,

স্বৈরাচারী সরকারের চরম নির্যাতনের মুখে শিক্ষা জীবন আজ বিপর্যস্ত। শিক্ষাগত দাবি লইয়া আন্দোলন করার জন্য আজ অসংখ্য ছাত্র বন্দী, অসংখ্য ছাত্র বহিষ্কৃত, কাঁদুনে গ্যাস আজ নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হইয়াছে। এই অস্বাভাবিক পরিস্থিতি তে অমর শহীদের রক্তে রাঙা ১৭ই সেপ্টেম্বর আজ আগত। ওয়াজি উল্লাহ, মোস্তফা ও ছোট ভাই বাবুলের রক্তে রাঙা এই ১৭ই সেপ্টেম্বর।

কিন্তু সতেরর দাবি আজও পূরণ হয় নাই। তাই এই দিনে শিক্ষাগত দাবি লইয়া আন্দোলন গড়িয়া তুলিতে হইবে। প্রতিহত করিতে হইবে সরকারের চরম নির্যাতন।

ছাত্র সমাজের ২২- দফা দাবিকে কেন্দ্র করিয়া আসুন তাই ১৭ ই সেপ্টেম্বর “শিক্ষা দিবস ” পালনের মাধ্যমে দুর্বার আন্দোলন গড়িয়া তুলি।

কর্মসূচী : ( ১) ১৭ ই সেপ্টেম্বর সকাল ৬ টায় শিক্ষা প্রতিষ্ঠানে কালোপতাকা উত্তোলন ও কালোব্যাজ পরিধান, ( ২) প্রদেশ ব্যাপী ছাত্র ধর্মঘট, সভা ও শোভাযাত্রা , ( ৩) ঢাকায় আমতলায় বেলা ১১ টায় ছাত্র সভা, শোভাযাত্রা ও বিক্ষোভ।

Scroll to Top