৭.১৬৬.৪৮৬
শিরোনাম | সূত্র | তারিখ |
১৬৬। ছাত্রদের দৈনিক উপস্থিতির হার পাঠানোর জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের স্মারকপত্র | ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলিলপত্র উদ্ধৃতঃ এন এক্সপেরিয়েন্স – প্রাগুক্ত | ৬ আগস্ট ১৯৭১ |
নং- ৩০৫৪৫
রেজিস্ট্রারের কার্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা – ২
তারিখ: ঢাকা, ৬ আগস্ট ১৯৭১
অতীব জরুরী/এক্সপ্রেস
২য় তাগিদ পত্র
প্রাপকঃ ১। সকল বিভাগীয় প্রধান
২। ইন্সটিটিউট পরিচালক
ঢাকাবিশ্ববিদ্যালয়।
জনাব,
অত্র অফিসে আগত পত্র নং সি/৭৩৮১৯, তারিখ: ২/০৬/১৯৭১ খ্রিঃ এবং পরবর্তী তাগিদ পত্রনং- ২৪০০-৪৪০, তারিখঃ ৬/৮/১৯৭১ খ্রিঃ এ উল্লিখিত বিষয়ের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, কিছু কিছু বিভাগ থেকে শিক্ষার্থী উপস্থিতির দৈনিক প্রতিবেদন পরদিন সকাল ১১:০০ টা বাজেও অত্র দপ্তরে পেশ করা হয়না।
এমতাবস্থায় সকল একত্রীকৃত প্রতিবেদন যাতে যথাসময়ে সরকারের কাছে অগ্রায়ন করা যায় সেজন্য আপনাকে প্রতিদিন শিক্ষার্থী উপস্থিতির প্রতিবেদন পরদিন সকাল ১১:০০ টার মধ্যে পাঠাাবার জন্য অনুরোধ করা হল।
আপনারবিশ্বস্ত
(স্বাক্ষরিত/অস্পষ্ট)
রেজিস্ট্রার
ঢাকাবিশ্ববিদ্যালয়।